ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সঞ্জয় শীলের কথায় নতুন দুই গান

প্রকাশিত: ১২:১৬, ৪ জানুয়ারি ২০২০

সঞ্জয় শীলের কথায় নতুন দুই গান

সংস্কৃতি ডেস্ক ॥ দেশের অন্যতম তরুণ প্রতিভান গীতিকবি সঞ্জয় শীল প্রতিনিয়ত গানের মাঝে বেঁচে থাকতে চান। তাইতো প্রতিনিয়ত নতুন নতুন গান সৃষ্টি করেন তিনি। এরই ধারাবাহিকতায় নতুন আরও দুটি গান প্রকাশ হতে যাচ্ছে তাঁর। সঞ্জয় শীলের লেখা নতুন দুটিগানে কণ্ঠ দিয়েছেন নাজমুল। গান দুটির মধ্যে ‘প্রাণে ব্যথা’ শিরোনামের গানটির সুর করেছেন মুরাদ নূর এবং ‘মানব কুলে’ শিরোনামের গানটির সুর করেছেন শিল্পী নাজমুল নিজেই। আর গান দুটির সঙ্গীত পরিচালনা করেছে আতিকুর রহমান আতিক। গীতিকার সঞ্জয় শীল বলেন দুই মেরুর দুটি গান সম্পূর্ণ ভিন্ন ধাজের আশা করছি সবার ভাল লাগবে আর ভাল কিছু উপহার দিতে যেন আমি পারি এই দোয়াই আমার জন্য করবেন সবাই। সুরকার মুরাদ নূর বলেন আমি খুবই বেছে বেছে কাজ করি। মানসম্পন্ন কাজ করতে চাই। নাজমুল অসম্ভব শক্তিশালী গায়ক। সঞ্জয় শীলের গভীরতম কথামালায় সুরের সমন্বয় করার চেষ্টা করেছি। শুনতে ভালই লাগছে। আশা নয় বিশ্বাস করি এই ভাল লাগা শ্রোতাদেরও লাগবে। আমাদের বাংলা গান এতটাই সমৃদ্ধ যে বহু আগে থেকেই বাংলাদেশসহ বহির্বিশ্বে আমাদের গান ব্যাপক সমাদৃত মূলত লোকসঙ্গীতকে ভালবেসেই সঙ্গীত জগতে আগমন আমার। সঞ্জয় শীল আমাদের দেশের অনেক গুণী এবং জনপ্রিয় একজন গীতিকার। আমাদের দেশের দুই নবীন প্রবীণ শিল্পীদের কণ্ঠে শুনেছি তার লেখা গান, অনেক আগে থেকেই আশা ছিল শ্রদ্ধেয় এই গুণী গীতিকারের সঞ্জয় শীল দাদার লেখা গান করব মহান প্রতিপালকের কৃপায় আমার সেই কাক্সিক্ষত স্বপ্ন পূরণ হতে চলছে, ইতোমধ্যে গুণী এই গীতিকারের ২টি গানে কণ্ঠ দেয়ার সৌভাগ্য হয়েছে আমার, একটি গানের সুর করেছেন এ সময়ের জনপ্রিয় সুরকার মুরাদ নূর এবং একটি গানের সুর আমি নিজেই করার দুঃসাহস করেছি। আর গান দুটি সঙ্গীত করেছেন আতিকুর রহমান আতিক। আমার স্বপ্ন এবং বিশ্বাস এই গান দুটি বাংলাদেশসহ বিশ্ব সঙ্গীতপ্রেমীদের মনকে স্পর্শ করবে।
×