ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পিসিবি চায় আগে টেস্ট খেলতে

প্রকাশিত: ১২:১১, ৪ জানুয়ারি ২০২০

পিসিবি চায় আগে টেস্ট খেলতে

স্পোর্টস রিপোর্টার ॥ এ মাসের শেষে পাকিস্তান সফরে যাওয়ার কথা বাংলাদেশ ক্রিকেট দলের। কিন্তু এখন পর্যন্ত সেই সফরটি নিশ্চিত হয়নি। সফরে ৩ টি২০ ও ২ টেস্ট থাকলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আপাতত শুধু টি২০ সিরিজ খেলতে চাইছে। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) পুরো সিরিজই একবারে খেলার জন্য চাপাচাপি করে যাচ্ছে। কিন্তু বিসিবি সিদ্ধান্তে অটল, আপাতত টি২০ সিরিজ খেলে পরিস্থিতি বুঝে টেস্ট সিরিজ পরবর্তীতে পাকিস্তানের মাটিতে খেলা সম্ভব হবে কিনা সেই সিদ্ধান্ত নিতে চায়। এতদিন পিসিবি এই বিষয়টি নিয়ে দ্বিমত করলেও এবার তারা নতুন পন্থায় হাঁটতে যাচ্ছে। পুরো সিরিজ এখন না খেললেও অন্তত টি২০ নয়, বরং টেস্ট সিরিজই খেলতে চায় পাকিস্তান। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হওয়ার কারণে টেস্ট সিরিজকেই বেশি গুরুত্ব দিচ্ছে পিসিবি। বিসিবি প্রথম থেকেই বলে আসছে, দীর্ঘদিন কড়া নিরাপত্তার বেড়াজালে থেকে স্বাধীনভাবে খেলা এবং প্রসন্ন মানসিকতায় খেলা সম্ভব হবে না ক্রিকেটারদের। পিসিবি রাষ্ট্রীয় পর্যায়ের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে এমনটা বলার পরই বিসিবি এই কথা জানায়। গত ১০ বছরে একবারও পাকিস্তান সফরে যায়নি বাংলাদেশ দল। এবারই প্রথম যাওয়ার কথা চলছে জোরেশোরে। এ কারণে বিসিবি চাইছে আগে স্বল্প সময়ের জন্য দল পাঠিয়ে অভ্যস্ত করে তুলতে। তবে সেটাই বুঝতে চেষ্টা করছে না পিসিবি। অথচ শ্রীলঙ্কার সঙ্গেই তারা প্রথম ওয়ানডে ও টি২০ সিরিজ খেলেছে এবং একমাস বিরতি দিয়ে দুই টেস্টের সিরিজ খেলেছে দেশের মাটিতে। সেই প্রক্রিয়া মোতাবেকই বিসিবি পাক সফরে প্রথমে টি২০ সিরিজ এবং পরে সময় সুযোগ বুঝে এবং পরিস্থিতি দেখে টেস্ট সিরিজ খেলার সিদ্ধান্ত নিতে চেয়েছে। পিসিবি তাতে দ্বিমত করাতেই এখন পর্যন্ত পুরো সফরটির ভাগ্যই ঝুলে আছে। পিসিবি আশা করছে, বাংলাদেশ দল পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাবে দেশটিতে। বিসিবি’র সঙ্গে নিয়মিত যোগাযোগও রেখেছেন তারা। পিসিবি’র কর্মকর্তারা এখনও বিশ্বাস করেন, শেষ মুহূর্তে হলেও সিদ্ধান্ত বদলে টি২০ সিরিজের সঙ্গে টেস্ট খেলতে রাজি হবে বাংলাদেশ। তবে বিসিবি’র অনড় অবস্থানের কারণে এখন অন্যরকমও ভাবছে পিসিবি। পিসিবি’র একটি সূত্র থেকে জানা গেছে, বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজকেই বেশি অগ্রাধিকার দিচ্ছেন তারা। কারণ ২ ম্যাচের এই সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে। তাছাড়া ১০ বছর পর সম্প্রতিই পাকিস্তানের মাটিতে টেস্ট ক্রিকেট ফিরেছে। সেটিকে নিয়মিতকরণের জন্যও মনোযোগী পিসিবি। কিন্তু বিসিবি অবিচল সিদ্ধান্তে জানিয়েছে আগে ৩ ম্যাচের টি২০ খেলবে বাংলাদেশ দল। বিসিবি’র সিইও নিজামউদ্দিন চৌধুরী জানিয়েছেন, পিসিবি’র পক্ষ থেকে এ বিষয়ে সবুজ সঙ্কেত পাননি তারা। বিসিবি চায় শ্রীলঙ্কার মতো দুই ভাগে পাকিস্তান সফর করতে। জানুয়ারিতে টি২০ সিরিজ খেলার প্রস্তাব পিসিবিকে দেয়া হয়েছে। পরবর্তীতে সুবিধাজনক সময়ে দুই টেস্টের সিরিজ খেলার বিষয়ে সিদ্ধান্ত নেয়া সহজ হবে। বিশেষ করে টি২০ সফরে ক্রিকেটার এবং কোচিং স্টাফ আত্মবিশ্বাস পেয়ে যাবেন। তখন আর কারও পাকিস্তান সফর করতে সঙ্কোচ থাকবে না। অথচ পিসিবি এতটুকু সুযোগ বিসিবিকে দিতে চায় না। বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলে অন্য বিদেশী দলগুলোকে একটা বার্তা দিতে চান তারা। তবে পিসিবি’র সর্বশেষ তৎপরতা অবশ্য এই অচলাবস্থার জন্য আশার আলো হয়ে এসেছে। বুধবার পাকিস্তানের অনুর্ধ-১৯ বিশ্বকাপ দল থেকে ১৬ বছর বয়সী পেসার নাসিম শাহকে প্রত্যাহার করে নেয়া হয়েছে বাংলাদেশের বিপক্ষে সিরিজে খেলানোর জন্য। আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র ৩ টেস্ট খেলেছেন নাসিম। এ কারণে ধারণা করা হচ্ছে, হয়তো ৩ টি২০’র সঙ্গে একটি টেস্ট ম্যাচ খেলার চিন্তা-ভাবনা করছে পিসিবি। এ পরিকল্পনায় গেলে ১০ দিনেই সফর শেষ করতে পারবে। শেষ পর্যন্ত বাংলাদেশ দল পাকিস্তানে গেলে লাহোর এবং রাওয়ালপিন্ডিতে হতে পারে খেলা। সরকারের নিরাপত্তা পরিদর্শক দল রাওয়ালপিন্ডি এবং ইসলামাবাদে ম্যাচ আয়োজনের সুপারিশ করেছে পাকিস্তানকে।
×