ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পচা পেঁয়াজ নিয়ে বিপাকে ডিলাররা

প্রকাশিত: ১১:৫৭, ৪ জানুয়ারি ২০২০

পচা পেঁয়াজ নিয়ে বিপাকে ডিলাররা

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ পচা পেঁয়াজ নিয়ে চরম বিপাকে পড়েছেন রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ডিলাররা। টিসিবি থেকে তোলা পচা পেঁয়াজ বাধ্য হয়ে ফেলে দিচ্ছেন ডিলাররা। ফলে বিপুল পরিমাণ টাকার লোকসান গুনতে হচ্ছে ডিলারদের। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দফায় দফায় পেঁয়াজের দাম বৃদ্ধির কারণে গত বছরের ২০ নবেম্বর থেকে বরিশালে পেঁয়াজ বিক্রি শুরু করে টিসিবি। এরপর দুটি চালানে মোট ছয়শ’ টন পেঁয়াজ বিক্রি করা হয়। টিসিবিতে পেঁয়াজ আসার পর প্রথমে প্রতিজন ডিলারকে এক হাজার কেজি করে ও পরবর্তীতে তিন হাজার কেজি করে দেয়া হচ্ছে। প্রথমে সাধারণ মানুষ প্রতি কেজি পেঁয়াজ ৪৫ টাকায় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কিনতে পেরেছিল। এরপর ৪০ টাকা ও বর্তমানে ৩৫ টাকা কেজি দরে বিক্রি হলেও আগের মতো ভিড় নেই। তবে বর্তমানে বিক্রি হওয়া পেঁয়াজের মধ্যে অধিকাংশ পেঁয়াজই পচা হওয়ায় তা নিয়ে বিপাকে পড়েছেন ডিলাররা।
×