ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঢাকার দুই সিটি নির্বাচন

সহিংসতা প্রতিরোধে নিরাপত্তা বলয়ের ছক পুলিশের

প্রকাশিত: ১১:৫৬, ৪ জানুয়ারি ২০২০

সহিংসতা প্রতিরোধে নিরাপত্তা বলয়ের ছক পুলিশের

শংকর কুমার দে ॥ ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের জন্য সহিংসতা প্রতিরোধে ইতোমধ্যে নিরাপত্তা বলয়ের ছক তৈরি করেছে পুলিশ। নির্বাচনের জন্য সন্ত্রাস দমনসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোর হস্তে নিয়ন্ত্রণ করবে সরকার। নির্বাচনের সময়ে বিজিবি, পুলিশ, র‌্যাব, আনসার, কোস্টগার্ডসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটকে ইউনিফর্ম ও সাদা পোশাকে মাঠে নামানো হবে। ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক নজরদারি শুরু করা হয়েছে। ঢাকার দুই সিটি কর্পোরেশনের নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর উচ্চ পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে আলোচনা হয়েছে, নতুন বছরের শুরুতে দুই সিটি কর্পোরেশনের নির্বাচনের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নিরাপত্তার বিষয়টিকে চ্যালেঞ্জ হিসেবে বেছে নিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ খবর জানা গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মন্ত্রিপরিষদ বিভাগ ও পুলিশ প্রশাসনকে নির্বাচন সামনে রেখে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির দেয়া চিঠিতে বলা হয়েছে, নির্বাচনের তফসিল ঘোষণা করার কারণে কোন কর্মকর্তাকে ইসির অনুমতি ছাড়া বদলি করা যাবে না। ইসির পক্ষ থেকে এই বিষয়ে চিঠি দেয়া হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ ও পুলিশ কর্তৃপক্ষকে। নতুন বছরের শুরুতে দুই সিটি কর্পোরেশন নির্বাচনের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে পুলিশ প্রশাসন। নির্বাচনের সময়ে বিজিবি, পুলিশ, র‌্যাব, আনসার, কোস্টগার্ড, এনএসআই, এসবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সকল ইউনিটকে মাঠে নামানো হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ খবর জানা গেছে। ঢাকা মহানগর পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, ঢাকার দুই সিটি কর্পোরেশনের নির্বাচনে মেয়র ও ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী বাছাইয়ের কাজ শুরুর পর থেকেই নির্বাচনী উত্তেজনা বাড়ছে। এ কারণে দুই সিটি কর্পোরেশনের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বিষয়টিতে গুরুত্ব দিয়ে সতর্ক নজরদারি করা হচ্ছে। গত ২২ ডিসেম্বর দুই সিটির তফসিল ঘোষণার পর থেকে এ পর্যন্ত মেয়র, সাধারণ ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর মিলে ২হাজার ২৬০ মনোনয়নপত্র বিতরণ হয়েছে। ঢাকা উত্তর সিটিতে মেয়র পদে ১০, সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ৮২৮টি ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৭৭টি মনোনয়নপত্র বিতরণ হয়েছে। ঢাকা দক্ষিণে মেয়র পদে ৮, সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ১হাজার ৪৭ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৯০ মনোনয়নপত্র বিতরণ হয়েছে। ঢাকার দুই সিটি কর্পোরেশনে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির ৪ মেয়র প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রার্থীর সংখ্যা বাড়ায় প্রতিযোগিতাও বাড়ছে। প্রতিযোগিতা বাড়ার সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতিতেও উত্তেজনা বেড়ে চলেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ঢাকার দুই সিটি কর্পোরেশনের নির্বাচনে সহিংসতা প্রতিরোধে ইতোমধ্যে নিরাপত্তা বলয়ের ছক তৈরি করার নির্দেশ দেয়া হয়েছে পুলিশ প্রশাসনকে। নির্বাচনে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান বর্তমান থাকবে ঢাকার দুই সিটি কর্পোরেশনের নির্বাচনী এলাকাগুলোতে।
×