ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কৃত্রিম বরফ দিচ্ছে প্রশাসন

প্রকাশিত: ১১:২৯, ৪ জানুয়ারি ২০২০

কৃত্রিম বরফ দিচ্ছে প্রশাসন

শীত মৌসুমে স্বাভাবিকভাবে রাশিয়ার রাজধানী মস্কোর রাস্তায় বরফ জমে থাকে। ডিসেম্বরে মস্কোয় তুষার জমে থাকা খুবই সাধারণ বিষয়। দেশটিতে ১৮৮৬ সালের পর ‘তপ্ত’ ডিসেম্বর আর দেখেনি মস্কো। এবারের শীত মস্কোর তাপমাত্রার তুলনায় এতটাই বেশি ছিল যে, ঠিকমতো তুষারপাত হয়নি। তাই নতুন বছরের শুরুটা বরফ ছাড়া সাধারণ মানুষকে না কাটানোর জন্য চেষ্টা চালাচ্ছে প্রশাসন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনই বেশকিছু ছবি পোস্ট করা হয়েছে। যাতে দেখা যাচ্ছে, রাস্তার মাঝে বরফ জমে রয়েছে। তবে এগুলো প্রাকৃতিকভাবে জন্মেনি। মস্কোর প্রশাসন কৃত্রিমভাবে বরফ জমিয়েছে। তারপর ট্রাকে করে টন টন কৃত্রিম বরফ ছড়িয়ে দিয়েছে রাস্তার মাঝখানে বা পাশে। মস্কোর মতো যেসব শহরে শীতকাল এলেই বরফ পড়তে শুরু করে, সেখানকার বাসিন্দাদের নতুন বছর উদ্যাপনের সঙ্গে তুষার ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে। বরফ না পড়লে তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান। তাই নতুন বছরের শুরুতে কিছুটা হলেও তারা বরফ উপভোগ করতে পারবেন তারা। সেজন্যই কৃত্রিম বরফের ব্যবস্থা করা হয়েছে। মস্কোর এক নাগরিক জানিয়েছেন, ২৭ ডিসেম্বর সামান্য বৃষ্টি হয়েছিল। ৩০ ডিসেম্বর সামান্য তুষারপাত হয়েছে, তবে তা এতই কম যে রাস্তায় তুষার জমে বরফ হওয়ার আগেই গলতে শুরু করে। তাই সাধারণ মানুষের জন্য প্রশাসন কৃত্রিম বরফ দিয়ে রাস্তায় রেখে যাচ্ছে। আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, গ্লোবাল ওয়ার্মিংয়ের (বৈশ্বিক উষ্ণতা) জন্য এমন হচ্ছে। অবস্থার পরিবর্তন না হলে ভবিষ্যতে বড় ধরনের বিপর্যয় হতে পারে। -গার্ডিয়ান
×