ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ছুটির দিনে বাণিজ্য মেলায় বৃষ্টির বাগড়া

প্রকাশিত: ১১:১৭, ৪ জানুয়ারি ২০২০

ছুটির দিনে বাণিজ্য মেলায় বৃষ্টির বাগড়া

জনকণ্ঠ ডেস্ক ॥ ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা শুরুর পর প্রথম ছুটির দিনে ব্যাপক ক্রেতা সমাগমের আশা নিয়ে পরিবেশকরা পণ্যের পসরা সাজিয়ে বসলেও তাতে বাগড়া দিয়েছে বৃষ্টি। খবর বিডিনিউজের। আগের দিন রাতভর কয়েকদফা বর্ষণের কারণে রাজধানীর আগারগাঁওয়ে শুরু হওয়া মাসব্যাপী এই মেলার তৃতীয় দিন শুক্রবার জমজমাট হয়ে উঠতে পারেনি মেলা; ছুটির দিনের হিসেব দর্শনার্থীর সংখ্যা ছিল নগণ্য। বিকেলে সরেজমিনে মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, মেলার শুরুর দিকেই এই বৃষ্টির কারণে বেশ বিপাকে পড়েছেন এখনও স্টল গুছিয়ে উঠতে না পারা অনেক পণ্য পরিবেশক। পলিথিন ও কাপড় দিয়ে জিনিসপত্র ঢেকে রেখেছেন তারা। কয়েকটি স্টলে এখনও বিক্রেতাদের জিনিসপত্র গোছানোর আয়োজন চলছে। অন্যদিকে মেলার কিছু স্টলে চলছে অবকাঠামো নির্মাণ কাজ। মেলা শুরুর পর প্রথম সাপ্তাহিক ছুটির দিনে দর্শনার্থীদের আনাগোনা বাড়বে বলে আশা করা হলেও বিকেল পর্যন্ত খুব বেশি দর্শক সমাগম ছিল না। আরএফএলের আবাসিক সরঞ্জামের ব্রান্ড ‘ইজি বিল্ডের’ প্যাভিলিয়নের ইনচার্জ শোয়েব আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবারের প্রত্যাশার তুলনায় মেলায় লোকসমাগম অনেকটাই কম। দুপুরের দিকে বৃষ্টি যখন কম ছিল, তখন ক্রেতাদের সংখ্যা একটু বেশি ছিল। ‘আমরা আশা করেছিলাম, আজকে ক্রেতাদের ভিড় হবে, তার জন্য আমরা পর্যাপ্ত পরিমাণে প্রডাক্টও নিয়ে এসেছিলাম।’ এর মধ্যে হাড়ি-পাতিল ও ক্রোকারিজের দোকানগুলোতে লোকজনের আনাগোনা দেখা যায়। এসব পণ্য পরিবেশকরা ক্রেতাদের জন্য বিভিন্ন অফার দিয়েছেন। ফলে কৌতূহলী দর্শনার্থীরা এখানেই ভিড় করেন। দিল্লী এ্যালুমিনিয়াম নামে প্যাভিলিয়নের বিক্রেতা মোহাম্মদ আলমগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃষ্টির জন্য ‘কাস্টমারের’ সংখ্যা আশানুরূপ না হলেও গত দুদিনের তুলনায় আজকে কাস্টমারের সংখ্যা বেশি। ডিজনী মার্কেটিং কোম্পানির স্টলের বিক্রেতা মোহাম্মদ বাশার বলেন, বিভিন্ন ধরনের অফারসহ প্যাকেজের প্রতি মূলত ক্রেতাদের আকর্ষণ। গয়নার বাহারি পণ্য নিয়ে স্টল সাজিয়েছে লাভলী ফ্যাশন। এই স্টলের মালিক উম্মে সালমা লাভলী বলেন, স্টলের অনুমোদন পেতে দেরি হওয়ায় তারা এখনও গুছিয়ে উঠতে পারেননি। শুরুর দিকে বলে মেলা এখনও জমেনি বলে মনে করেন মিরপুরের বাসিন্দা মেলায় ভাগ্নেকে নিয়ে ওয়াহিদুর রহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ‘কিন্তু মেলায় ঘুরে বেশ ভালই লাগছে। আর বৃষ্টি তো প্রাকৃতিক বিষয়, এখানে মানুষের তো কিছু করার নেই।’
×