ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফতুল্লায় বাল্কহেড ডুবে ৪ শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ১১:১৫, ৪ জানুয়ারি ২০২০

ফতুল্লায় বাল্কহেড ডুবে ৪ শ্রমিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জের ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় বুড়িগঙ্গা নদীতে এমভি তাসমিনা এক্সপ্রেস নামে একটি বালুবাহী বাল্কহেড ডুবে চার শ্রমিকের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের ডুবুরিরা ইঞ্জিন রুম থেকে আটকে পড়া চার শ্রমিকের লাশ উদ্ধার করে। এ ঘটনায় দু’জনকে জীবিত উদ্ধার করা হয়। শুক্রবার ভোর রাতে বাল্কহেডটি ডুবে গেলে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লার বিসিক শিল্পনগরী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ কাজল মিয়া। প্রাণ হারানো শ্রমিকেরা হলেন- পিরোজপুরের কাউখালীর চাষেরকাঠি এলাকার আব্দুর রব তালুকদারের ছেলে মোস্তফা (৫৫), পিরোজপুরের মটবাড়ির ছোট আরজি এলাকার রাশেদ হাওলাদারের ছেলে বাবু (১৮), ঝালকাঠীর নলছিটির কান্দেবপুর এলাকার তৈয়ব আলীর ছেলে লুৎফর হাওলাদার (৩৯) ও বরিশালের বানারিপাড়ার ইলুহার এলাকার মহিবুল্লাহ (৬০)। ফতুল্লার বিসিক শিল্পনগরীর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ কাজল মিয়া জানান, বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে নদীতে বাল্কহেডটি নোঙর করা হয়। পরে এটি পরিষ্কারের জন্য নিচের কিছু অংশ কাটা হয়। কিছু অংশ পরিষ্কার করে চার শ্রমিক ইঞ্জিন রুমে ও ২ জন ওপরে ঘুমিয়ে থাকে। এক পর্যায়ে কাটা অংশে পানি ঢুকে বাল্কহেডটি ডুবে যায়। ভোররাতে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিরা বাল্কহেডটি তুলে ৪ জনের লাশ উদ্ধার করে। এ সময় ওপরে থাকা মাস্টারসহ ২ জনকে জীবিত উদ্ধার করা হয়। তিনি আরও জানান, প্রাণ হারানো সকলেই শ্রমিক। লাশ উদ্ধারের পর পাগলা নৌ-পুলিশের হস্তান্তর করা হয়। পরে আত্মীয়রা আসলে তাদের কাছে লাশ হস্তান্তর করা হবে বলে তিনি জানান।
×