ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

খাদ্যে বিষক্রিয়ায় ৭ গরুর মৃত্যু

প্রকাশিত: ০৯:২৭, ৪ জানুয়ারি ২০২০

খাদ্যে বিষক্রিয়ায় ৭ গরুর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৩ জানুয়ারি ॥ শুক্রবার দুপুরে পোরশায় খৈল মেশানো পানি খেয়ে বিষক্রিয়ায় ৭টি গরু মারা গেছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার মশিদপুর ইউনিয়নের ছাতোয়া গ্রামে। গরুর মালিক আফজালের ছেলে আব্দুল করিম জানান, বেশ কিছুদিন পূর্বে তিনি ১৫টি গরু নিয়ে পারিবারিকভাবে একটি খামার শুরু করেছিলেন। শুক্রবার দুপুরের আগে তার চাচা পানিতে ভিজে রাখা খৈল গরুকে পর্যায়ক্রমে খাওয়ান। এর কিছুক্ষণ পরই গরুগুলো কাঁপতে থাকে এবং ১০-১২ মিনিটের মধ্যে ৭টি গরু মারা যায়। তবে তার ধারণা কেউ ওই খৈল পানি মেশানো খাদ্যের মধ্যে আগে থেকেই বিষ মিশিয়ে রেখেছিল। ফলে সেগুলো খাওয়ার পরই গরু গুলি মারা যায়। ঘোড়দৌড় প্রতিযোগিতা স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ গ্রামীণ জনপদের জনপ্রিয় খেলা ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে সদর উপজেলার সোনারায় ইউনিয়নে শাটিপাড়ায় এই প্রতিযোগিতার আয়োজন করে স্থানীয় আলোকিত জিগাতলার মোড় নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সোনারায় ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মানিক ও স্থানীয় সমাজসেবক আব্দুর রাজ্জাকের পৃষ্টপোষকতায় ওই ইউনিয়নে প্রথম বারের মতো অনুষ্ঠিত হওয়া ঘোড়দৌড় প্রতিযোগিতার উদ্বোধন করেন সোনারায় সংগলশী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল মজিদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান।
×