ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাগেরহাটে তীব্র শীতে বোরো বীজতলার ক্ষতি

প্রকাশিত: ০৯:২৫, ৪ জানুয়ারি ২০২০

বাগেরহাটে তীব্র শীতে বোরো বীজতলার ক্ষতি

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ তীব্র শীতে বোরো বীজতলার ব্যাপক ক্ষতি হওয়ায় চাষীরা চরম দুশ্চিন্তায় পড়েছেন। এলাকায় পর পর কয়েক দফা প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত চাষীদের শেষ ভরসা ছিল বোরো আবাদের মাধ্যমে ক্ষতি পুষিয়ে নেয়ার কিন্তু সেটিও এখন ভেস্তে যেতে বসেছে। এতে চলতি মৌসুমে বোরো আবাদ নিয়ে হতাশা প্রকাশ করেছেন তারা। ফকিরহাট, চিতলমারী, মোল্লাহাটসহ বিভিন্ন উপজেলা ঘুরে চাষীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ডিসেম্বর মাসের শুরু থেকে এলাকায় পুরোদমে বোরো রোপণের মৌসুম শুরু হয়। এ সময়টায় অধিকাংশ জমিতে চাষাবাদ আরম্ভ করা হলেও এ বছর প্রতিকূল আবহাওয়ার কারণে নানা সমস্যা দেখা দিয়েছে। গত কয়েক দিনের তীব্র শীতে বেশিরভাগ বোরো বীজতলার চারা নষ্ট হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন চাষীরা। এ পরিস্থিতিতে কিভাবে জমি চাষ করবেন ভেবে পাচ্ছেন না তারা। চলতি বোরো মৌসুমে চিতলমারী উপজেলায় ৬শ’ ৩৫ হেক্টর জমিতে উচ্চ ফলনশীল ও উফশী জাতের ধান আবাদের জন্য চাষীরা বীজতলা তৈরি করেন। কিন্তু কনকনে ঠা-ার কারণে বীজতলা নষ্ট হয়ে যাওয়ায় চাষীরা দিশেহারা হয়ে পড়েছেন। উপজেলার পাটরপাড়া গ্রামের বোরো চাষী খেলাফাত তালুকদার, সাহিদুল ইসলাম, শ্যামপাড়া গ্রামের ইলিয়াচ হোসেন, নির্মল ম-লসহ অনেক চাষী হতাশা প্রকাশ করে জানান, এ বছর শীতে তাদের অধিকাংশ বীজতলার বোরো ধানের চারা নষ্ট হয়ে গেছে। এ অবস্থায় কিভাবে জমি চাষাবাদ করবেন কিছুই ভেবে পাচ্ছেন না তারা। চিতলমারী উপজেলা কৃষি অফিসার ঋতুরাজ সরকার জানান, গত কয়েক দিনের শীতে বোরো বীজতলার কিছুটা ক্ষতি হয়েছে। শীতের তীব্রতা কেটে গেলে পরিস্থিতি ঠিক হয়ে যাবে। এ ব্যাপারে চাষীদের নানাভাবে পরামর্শ প্রদান করা হচ্ছে।
×