ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় ভাইবোন নিহত

প্রকাশিত: ০৯:২৪, ৪ জানুয়ারি ২০২০

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় ভাইবোন নিহত

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ কিশোরীগঞ্জে সড়ক দুর্ঘটনায় মাইক্রোবাস যাত্রী আপন দুই ভাই-বোন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন মাইক্রোর চালকসহ আরও আটজন। তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার সকাল ৭টার দিকে কিশোরীগঞ্জ উপজেলার রনচন্ডি ইউনিয়নের অবিলের বাজার নামক স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন জলঢাকা উপজেলার চিড়াভিজা গোলনা ইউনিয়নের নবাবগঞ্জ এলাকার মোবারক আলীর ছেলে জহুরুল ইসলাম ও তার বোন আব্দুর রউফের স্ত্রী আনোয়ারা বেগম। আহতরা হলো মাইক্রোবাস চালক মোসফিকুর রহমান, নিহত জহুরুল ইসলামের তিন ছেলে আলমগীর হোসেন, জাকির হোসেন, সেলিম হোসেন, নাতনী শাহনাজ বেগম (২৫) ও তার ৫ বছরের ছেলে আনোয়ারুল ইসলাম, নাতি মোশারফ হোসেন, নিহত আনোয়ারা বেগমের দুই ছেলে মেয়ে ওবায়দুল হক ও জোহনা বেগম। বাগেরহাটে ছাত্র স্টাফ রিপোর্টার বাগেরহাট থেকে জানান, চিতলমারীতে সড়ক দুর্ঘটনায় বিশ্বজিৎ ম-ল (২৪) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। নিহত বিশ্বজিৎ গোপালগঞ্জ সরকারী বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগের মাস্টার্সের ছাত্র ও উপজেলার শ্রীরামপুর গ্রামের রনজিত ম-লের ছেলে। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে বিশ্বজিৎ গোপালগঞ্জ থেকে মাহেন্দ্র যোগে খুলনা যাওয়ার উদ্দেশে রওনা হয়ে ঘোনাপাড়া নামক স্থানে পৌঁছালে পিছন দিকে থেকে একটি মাল বোঝাই ট্রাক মাহেন্দ্রটিকে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলেই বিশ্বজিতের মৃত্যু হয় ও অপর দুই যাত্রী গুরুতর আহত হয়। বগুড়ায় বিক্রয় প্রতিনিধি স্টাফ রিপোর্টার বগুড়া অফিস থেকে জানান, শুক্রবার দুপুরে বগুড়া-ঢাকা মহাসড়কে শেরপুর উপজেলায় ট্রাকের ধাক্কায় ফারুক হোসেন (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি একটি বেসরকারী প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধি হিসেবে চাকরি করতেন বলে পুলিশ জানিয়েছে। হাইওয়ে ও শেরপুর থানা পুলিশ জানায়, দুপুর ১টার দিকে ফারুক হোসেন সোটরসাইকেল নিয়ে উপজেলার শেরুয়া বটতলা এলাকায় রাস্তার এক লেন থেকে অন্য লেনে পার হচ্ছিলেন। এসময় বগুড়ার দিকে আসা একটি মালবাহী ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়েন।
×