ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাতক্ষীরায় বন্দুকযুদ্ধে আসামি নিহত ॥ অস্ত্র উদ্ধার

প্রকাশিত: ০৯:২০, ৪ জানুয়ারি ২০২০

সাতক্ষীরায় বন্দুকযুদ্ধে আসামি নিহত ॥ অস্ত্র উদ্ধার

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ সাতক্ষীরায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে জাকির হোসেন নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ বলছেন, নিহত ব্যক্তি হত্যা ও ডাকাতিসহ ১৩ মামলার আসামি। বৃহস্পতিবার মধ্যরাতে সদর উপজেলার দামারপোতায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল, ২ রাউন্ড গুলি ও দুটি ছুরি জব্দ করা হয়। এদিকে, এ ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহত জাকির হোসেন মাটিয়াডাঙ্গা গ্রামের মৃত কেরামত আলীর ছেলে। জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মোঃ মিজানুর রহমান জানান, সদর উপজেলার দামারপোতা গ্রামের গণঘেরের সামনে ওয়াপদা রাস্তার ওপর একদল ডাকাত বড় কোন অপরাধ সংগঠনের জন্য বৃহস্পতিবার মধ্যরাতে সমবেত হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ যৌথভাবে সেখানে অভিযান চালায়। এ সময় জাকির বাহিনীর সদস্যরা পুলিশকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। দু’পক্ষের গোলাগুলির মধ্যে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য জাকির গুলিবিদ্ধ হয়ে মারা যায়। চট্টগ্রাম স্টাফ রিপোর্টার চট্টগ্রাম অফিস থেকে জানান, চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানার শেরশাহ এলাকায় ছুরিকাঘাতে রিপন নামের এক যুবক খুনের ঘটনার অভিযুক্ত আসামি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। নিহত এমদাদ (৩৮) শেরশাহ কলোনির ফরিদ আহমদের পুত্র। শুক্রবার ভোরে বায়েজিদ মাঝিরঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, গত মঙ্গলবার রাতে পূর্ব শত্রুতার জেরে শেরশাহ কলোনি এলাকায় ছুরিকাঘাতে খুন হন রিপন। এ ঘটনায় দায়েরকৃত হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ছিল এমদাদ। শুক্রবার ভোরে মাঝিরঘোনা এলাকায় এ আসামিকে গ্রেফতার করতে গেলে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধ হয়। পরে ঘটনাস্থল থেকে এমদাদকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
×