ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ফেসবুকে অশোভন মন্তব্য ॥ মুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন

প্রকাশিত: ০৯:১৯, ৪ জানুয়ারি ২০২০

ফেসবুকে অশোভন মন্তব্য ॥ মুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গলাচিপার সদ্য গঠিত বণিক সমিতির সভাপতি ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুল কালাম মোহাম্মদ ইসাকে নিয়ে অশোভন মন্তব্য করায় স্থানীয় মুক্তিযোদ্ধারা সংবাদ সম্মেলনের মাধ্যমে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। মুক্তিযোদ্ধারা অশোভন মন্তব্যকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণেরও দাবি করেছেন। শুক্রবার বেলা ১১টায় মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এদিকে, এ ঘটনায় আবুল কালাম মোহাম্মদ ইসার ছেলে মারুফ মোহাম্মদ ইভান ফেসবুক আইডি মোঃ শাহীনের বিরুদ্ধে গলাচিপা থানায় একটি সাধারণ ডায়েরিও করেছেন। সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা আবুল কালাম মোহাম্মদ ইসা বলেন, পহেলা জানুয়ারি গলাচিপা উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে আমাকে সভাপতি ও তাপস দত্তকে সাধারণ সম্পাদক করে বণিক সমিতির কমিটি ঘোষণা করা হয়। এর পরের দিন ফেসবুকে বিভিন্ন ব্যক্তি আমাকেসহ পটুয়াখালী-৩ আসনের এমপি এবং উপজেলা চেয়ারম্যানকে ধন্যবাদ জানান। এমন একটি স্ট্যাটাসে মোঃ শাহীন লেখেন ‘বীর মুক্তিযোদ্ধা না বিতর্কিত মুক্তিযোদ্ধা’। এ মন্তব্যে একজন মুক্তিযোদ্ধা হিসেবে খুব কষ্ট পেয়েছি। দীর্ঘ ৪৮ বছর মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি ও সম্মান পেয়ে আসছি। গলাচিপা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদে একযুগ কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ডেপুটি কমান্ডার গোলাম মোস্তফা টিটো, মুক্তিযোদ্ধা আবুল কালাম শামসুদ্দিন সানু, পটুয়াখালী জেলা সংসদের ডেপুটি কমান্ডার নিজামউদ্দিন তালুকদার, সাবেক কমান্ডার নূরুল ইসলাম ধলা, মুক্তিযোদ্ধা ফজলুল করিম ও মুক্তিযোদ্ধা কাদের বিশ্বাস।
×