ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

২০১৯ সালে বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা অর্ধেকে নেমেছে

প্রকাশিত: ০৯:১২, ৪ জানুয়ারি ২০২০

২০১৯ সালে বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা অর্ধেকে নেমেছে

২০১৯ সালে বাণিজ্যিক বিমান দুর্ঘটনায় নিহত লোকের সংখ্যা আগের বছরের সংখ্যার তুলনায় ৫০ শতাংশের বেশি কমেছে। বেসামরিক বিমান চলাচল শিল্পের এক সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে। গত বছর বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন ২শ’ ৫৭ জন। কিন্তু ২০১৮ সালে নিহত হয়েছেন ৫শ ৩৪ জন। এভিয়েশন কন্সালটেন্সি টু সেভেন্টির সমীক্ষায় এ কথা বলা হয়েছে। ইথিওপিয়ায় মার্চে বোয়িং সেভেন থ্রি সেভেন ম্যাক্স দুর্ঘটনা সত্ত্বেও বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা হ্রাসের একটা প্রবণতা দেখা যায় এবং বিমান ভ্রমণ সংখ্যা দ্রুত বেড়ে যায়। ২০১৯ সালে বড় বাণিজ্যিক বিমান দুর্ঘটনা হয়েছে ৮৬টি। এগুলোর মধ্যে আটটি দুর্ঘটনায় নিহত হয়েছেন ২শ’ ৫৭ জন, ডাচ এভিয়েশন কন্সালটেন্সি টু সেভেন্টি সমীক্ষায় বলেছে, মার্চে ইথিওপিয়ান এয়ার লাইন্স ফ্লাইটে থ্রি জিরো টু দুর্ঘটনায় নিহত হয়েছেন ১শ’ ৫৭ জন। এ সংখ্যা ওই বছরের মোট আট দুর্ঘটনায় নিহতের সংখ্যার দ্বিগুণের চেয়ে বেশি। রিপোর্টে বলা হয়, প্রতি ৫৫ লাখ ৮০ হাজার বড় বাণিজ্যিক যাত্রীবাহী ফ্লাইটে মারাত্মক দুর্ঘটনা ছিল মাত্র একটি। বিমান দুর্ঘটনা চিহ্নিতকরণ ওয়েবসাইট এভিয়েশন সেফটি নেটওয়ার্কের মতে বাণিজ্যিক ফ্লাইটের জন্য গত বছরটি ছিল সবচেয়ে নিরাপদ বছরগুলোর মধ্যে অন্যতম। ২০১৮ সালে মোট বিমান দুর্ঘটনার রেকর্ড হচ্ছে ১শ’ ৬০টি। এগুলোর মধ্যে ১৩ দুর্ঘটনায় নিহত হয়েছেন প্রায় ৫শ’ ৩৪ জন। গ্লোবাল এভিয়েশন ইন্ডাস্ট্রি রেকর্ডে ২০১৭ সালটি ছিল সবচেয়ে নিরাপদ বছর। ওই বছর কোন যাত্রীবাহী জেটের দুর্ঘটনা ঘটেনি। কেবল আঞ্চলিক টারবোপ্রোপস দুটি মারাত্মক দুর্ঘটনা ঘটেছিল এবং নিহতের সংখ্যা ছিল ১৩। এ সমীক্ষায় বিমান দুর্ঘনটায় যাত্রী বিমান ক্রু ও স্থলে নিহত যে কাউকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ সমীক্ষায় ক্ষুদ্র কমিউটার বিমান ও কিছু ক্ষুদ্রতর টারবোপ্রোপ এয়ারক্র্যাফট সংক্রান্ত দুর্ঘটনা অন্তর্ভুক্ত নয়। সামরিক ফ্লাইট, প্রশিক্ষণ ফ্লাইট, ব্যক্তিগত ফ্লাইট, কার্গোবিমান ও হেলিকপ্টার দুর্ঘটনাও এ সমীক্ষায় অন্তর্ভুক্ত নয়। ২০১৮ সালের অক্টোবরে লায়ন এয়ারচালিত একটি বোয়িং সেভেন থ্রি সেভেন ম্যাক্স দুর্ঘটনায় বিমানের সকল আরোহীর ১শ’ ৮৯ জনই নিহত হয়েছিলেন। -বিবিসি
×