ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নারায়ণগঞ্জে ৪৩ পুলিশ কর্মকর্তার বদলি

প্রকাশিত: ১২:৩৪, ৩ জানুয়ারি ২০২০

নারায়ণগঞ্জে ৪৩  পুলিশ কর্মকর্তার  বদলি

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ জেলার পুলিশ বিভাগে গতিশীলতা বাড়াতে সাত থানা পুলিশের মধ্যে ব্যাপক রদবদল করা হয়েছে। চারদিনে জেলার সাত থানার মোট ৪৩ পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়। বৃহস্পতিবার সাড়ে আটটায় সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন জেলায় সদ্য যোগদানকারী পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম। জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক (ডিআইও-টু) শফিউল আলম জানান, বৃহস্পতিবার পর্যন্ত বিভিন্ন থানায় কর্মরত ২২ জন উপ-পরিদর্শক (এসআই) ও ২১ জন সহকারী উপ-পরিদর্শককে (এএসআই) বদলি করা হয়েছে। পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম জানান, যে সব থানায় অতিরিক্ত লোকবল রয়েছে আবারও কোথাও শূন্য পদ রয়েছে আবার কোথাও জনবলের সঙ্কট রয়েছে সেটি সমন্বয় করার জন্য পুলিশ কর্মকর্তাদের বদলি করা হয়েছে। এটি চলমান প্রক্রিয়ার একটি অংশ। তিনি আরও জানান, জেলা পুলিশের কার্যক্রমকে আরও গতিশীল, দুর্নীতিমুক্ত ও জনবান্ধব হিসেবে গড়তেই পুলিশ প্রশাসনকে ঢেলে সাজানো হচ্ছে। ২৮ ডিসেম্বর মুন্সীগঞ্জ জেলা থেকে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে মোহাম্মদ জায়েদুল আলম যোগদান করেই পুলিশ প্রশাসনে ব্যাপক রদবদল শুরু করেন।
×