ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পাটকল শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার, ১৫ দিনের মধ্যে দাবি বাস্তবায়ন

প্রকাশিত: ১২:২১, ৩ জানুয়ারি ২০২০

পাটকল শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার, ১৫ দিনের মধ্যে  দাবি বাস্তবায়ন

স্টাফ রিপোর্টার ॥ পাটকল শ্রমিকদের নতুন মজুরি কাঠামো অনুযায়ী পে স্লিপ দেয়া হবে। সরকারের এই আশ্বাসের ভিত্তিতে ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে বেতনভাতা পরিশোধের দাবিতে আমরণ অনশনে থাকা পাটকল শ্রমিকরা। আগামী ১৫ দিনের মধ্যে সরকারের এই ঘোষণা বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। বৃৃহস্পতিবার রাতে ফার্মগেটের জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি) কার্যালয়ে আন্দোলনরত পাটকল শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক শেষে শ্রমিকদের বকেয়া পরিশোধের সরকারের এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়। এরপরই বেতন-ভাতা পরিশোধ ও মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে আন্দোলনে থাকা শ্রমিকরা অনশন ধর্মঘট প্রত্যাহার করার ঘোষণা দেন। পরে মন্ত্রী সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী আমাদের জানিয়েছেন পাটকলের শ্রমিকদের আগামী ১৫ দিনের মধ্যে নতুন মজুরি কাঠামো অনুযায়ী পে স্লিপ দেয়া হবে। এজন্য আমি তাদের অনশন ভাঙতে বলেছি। তারা আমাদের কাছে চিঠি চেয়েছে। চিঠি দিয়েছি। তারা অনশন প্রত্যাহার করেছে। পাটকল সিবিএ-ননসিবিএ সংগ্রাম পরিষদের আহ্বায়ক আবদুল হামিদ সরদার বলেন, প্রধানমন্ত্রীর আশ্বাসে আমরা আমাদের অনশন প্রত্যাহার করেছি। ১৬ তারিখের ভেতরে পে স্লিপ বুঝিয়ে দিতে হবে। ১৬ জানুয়ারির মধ্যে যদি পে স্লিপ বুঝিয়ে দেয়া না হয় পরবর্তীতে কিছু ঘটলে এর দায়-দায়িত্ব আমাদের হাতে থাকবে না। বৈঠকে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান ছাড়াও দুই মন্ত্রণালয়ের সচিব উপস্থিত ছিলেন। বৈঠকে পাটকল শ্রমিক নেতা, সিবিএ, নন-সিবিএ সংগঠনের প্রায় ৫০ জন অংশ নেয়। উল্লেখ্য, মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত নয়টি পাটকলের শ্রমিকরা ২৩ নবেম্বর থেকে সভা, বিক্ষোভ, মিছিলসহ ধর্মঘটের মতো কর্মসূচী পালন করে আসছিলেন। পাটকলে সরকারী-বেসরকারী অংশীদারির সিদ্ধান্ত বাতিল, কাঁচা পাট কিনতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ, অবসরে যাওয়া শ্রমিকদের বকেয়া পরিশোধ করার দাবিসহ ১১ দফার দাবিতে তারা অনশন ধর্মঘট করে আসছিল।
×