ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তাইওয়ানে হেলিকপ্টার বিধ্বস্ত, সেনাপ্রধানসহ নিহত ৮

প্রকাশিত: ১০:২৩, ৩ জানুয়ারি ২০২০

 তাইওয়ানে হেলিকপ্টার বিধ্বস্ত,  সেনাপ্রধানসহ নিহত ৮

জনকণ্ঠ ডেস্ক ॥ তাইওয়ানের উত্তরে একটি পর্বতে ব্ল্যাক হক হেলিকপ্টার দুর্ঘটনায় দ্বীপটির উর্ধতন সেনাকর্মকর্তাসহ ৮ জন নিহত হয়েছেন। এরমধ্যে সেনাপ্রধান জেনারেল শেন ই-মিংও রয়েছেন। বৃহস্পতিবার এ দুর্ঘটনা ঘটে। খবর সিএনএনের। জেনারেল শেন ইউএইচ-৬০এম হেলিকপ্টারে করে সৈন্যদের দেখতে যাওয়ার পথে রাডারের সঙ্গে এটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপরই এ দুর্ঘটনা ঘটে। এতে ১৩ আরোহী ছিল। তাইওয়ান এয়ার ফোর্সের লে. জে. সিয়াং হউ-চি এক সংবাদ সম্মেলনে বলেন, নিহত ৮ জনের মধ্যে সেনাপ্রধান শেনও রয়েছেন। সৌভাগ্যক্রমে বাকি ৫ জন বেঁচে আছেন। তিনি আরও বলেন, হেলিকপ্টারটি সকাল ৮টা ৭ মিনিটে উড্ডয়নের ১৩ মিনিট পর ঘাঁটির সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে। এটি উড্ডয়নের জন্য ‘অনুপযুক্ত’ ছিল। ইতোমধ্যে ঘটনা তদন্তের জন্য একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে।
×