ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মালয়েশিয়ায় অভিযান

৭৮ বাংলাদেশীসহ ২২০ অভিবাসী গ্রেফতার

প্রকাশিত: ১০:২১, ৩ জানুয়ারি ২০২০

 ৭৮ বাংলাদেশীসহ ২২০ অভিবাসী গ্রেফতার

জনকণ্ঠ ডেস্ক ॥ মালয়েশিয়ায় বছরের শুরুতেই অভিযান চালিয়ে ৭৮ বাংলাদেশীসহ ২২০ জনকে গ্রেফতার করা হয়েছে। অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফিরতে ‘ব্যাক ফর গুড’ কর্মসূচীর মেয়াদ শেষ হতে না হতেই এ অভিযান শুরু করেছে দেশটির সরকার। খবর ওয়েবসাইটের। বৃহস্পতিবার ইমিগ্রেশন বিভাগের প্রধান দাতুক খায়রুল দাজাইমি দাউদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১২৪টি অভিযানে বিভিন্ন দেশের ১ হাজার ৮শ’ ৭১ জনকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে ২২০ জনকে গ্রেফতার করে অভিবাসন বিভাগ। গ্রেফতারদের মধ্যে ৭৮ বাংলাদেশী রয়েছে। বাকিরা বিভিন্ন দেশের নাগরিক।
×