ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঢাকা বারে অগ্নিকান্ড

প্রকাশিত: ১০:২০, ৩ জানুয়ারি ২০২০

 ঢাকা বারে অগ্নিকান্ড

স্টাফ রিপোর্টার ॥ পুরান ঢাকার কোর্ট হাউস স্ট্রিটে ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) কার্যালয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস সূত্র জানায়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। ঢাকা বার সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রচি জানান, বৃহস্পতিবার সকাল ৯টায় দশতলা ভবনের তিন তলায় কনফারেন্স রুমে আগুন লাগে। রুমের ভেতরে এসি, আলমারি, চেয়ার-টেবিলের ক্ষয়-ক্ষতি হয়েছে। ক্ষয়-ক্ষতির পরিমাণ ২০ থেকে ২৫ লাখ টাকা হবে। এ ছাড়া অনেক মূল্যবান কাগজপত্র পুড়ে গেছে। তিনি বলেন, আগুনে কেউ আহত হননি। আগুন লাগার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আসে। ৩০ মিনিটের মধ্যে তারা আগুন নিয়ন্ত্রণে আনে।
×