ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

প্রতিষ্ঠানের সব কর্মীই গুরুত্বপূর্ণ ॥ দুদক চেয়ারম্যান

প্রকাশিত: ১০:২০, ৩ জানুয়ারি ২০২০

 প্রতিষ্ঠানের সব কর্মীই গুরুত্বপূর্ণ ॥  দুদক চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার ॥ দুর্নীতি দমন কমিশনের নব যোগদানকৃত কর্মচারীদের ওরিয়েন্টশন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, ‘দুর্নীতি দমন কমিশনে নিয়োগের ক্ষেত্রে সকল প্রকার তদবির বা দুর্নীতির পথ রুদ্ধ করে রাখা হয়েছে। নিয়োগ প্রক্রিয়ার শুরুতেই সংশ্লিষ্টদের বলা হয়েছে, কেউ তদবির করলে বা তদবির শুনলে কঠিন পরিণতি ভোগ করতে হবে। যে কারণে দুদকে নিয়োগের ক্ষেত্রে কেউ তদবির করার সাহস পায় না। তদবির ছাড়াই নিয়োগ হচ্ছে। তিনি নবনিয়োগকৃত কর্মচারীদের উদ্দেশে বলেন, ‘এই প্রতিষ্ঠানের কর্মচারীদের অনৈতিক কাজ করার কোন সুযোগ নেই। মানুষের সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। এর ব্যত্যয় ঘটলে, চাকরি হারাতে হবে। যেভাবে ঘুষ-দুর্নীতি-তদবির ছাড়া চাকরি পেয়েছেন, একইভাবে চাকরিচ্যুত করার পর তদবিরে কোন কাজ হবে না। প্রথম অপরাধই হবে শেষ অপরাধ। দ্বিতীয় বারের জন্য কোন সুযোগ পাবেন না, এ্টাই হবে দুদকের প্রশাসনিক কৌশল।
×