ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাবেক সংসদ সদস্য ফজিলাতুন নেসা বাপ্পির ইন্তেকাল

প্রকাশিত: ১০:১৩, ৩ জানুয়ারি ২০২০

 সাবেক সংসদ সদস্য ফজিলাতুন  নেসা বাপ্পির  ইন্তেকাল

জনকণ্ঠ ডেস্ক ॥ সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য বেগম ফজিলাতুন নেসা বাপ্পি (৪৯) বৃহস্পতিবার সকাল আটটায় বিএসএমএমইউ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি মা ও স্বামীসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী, সহকর্মী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। খবর বাসসর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট ফজিলাতুন নেসা বাপ্পির কফিনে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তার প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন। বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তিনি এই শ্রদ্ধা নিবেদন করেন। প্রধানমন্ত্রী এ সময় তার কফিনের পাশে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে দলটির সভাপতি শেখ হাসিনা দলের পক্ষ থেকে সাবেক এই সংসদ সদস্যের কফিনে আরেকটি পুষ্পস্তবক অর্পণ করেন। প্রধানমন্ত্রী এরপর মরহুমার পরিবারের সদস্যদের সান্ত¦না দেন ও তাদের প্রতি সমবেদনা জানান। তিনি বাপ্পির রুহের মাগফিরাত কামনা করেন। এর আগে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের পক্ষ থেকে তার সামরিক সচিব এ্যাডভোকেট বাপ্পির কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পীকার ফজলে রাব্বি মিয়া মরহুমার কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন। সংসদের বিরোধীদলীয় নেত্রী বেগম রওশন এরশাদের পক্ষ থেকে জাতীয় পার্টির আইনজীবী ফখরুল ইমাম বাপ্পির কফিনে শ্রদ্ধা জানান। বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ্যাডভোকেট বাপ্পির জানাজা অনুষ্ঠিত হয়। মন্ত্রীবর্গ, ডেপুটি স্পীকার, পার্লামেন্ট সদস্যবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জানাজায় অংশগ্রহণ করেন। এ সময় মরহুমার রুহের মাগফিরাত করে মোনাজাত ও দোয়া করা হয়। ফজিলাতুন নেসা বাপ্পী নবম ও দশম জাতীয় সংসদে আওয়ামী লীগের মনোনয়নে সংরক্ষিত মহিলা আসনের এমপি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৭০ সালের ৩১ ডিসেম্বর নড়াইলে জন্মগ্রহণ করেন। পেশায় আইনজীবী ফজিলাতুন নেসা বাপ্পি আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত ছিলেন। তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। আইনমন্ত্রীর শোক স্টাফ রিপোর্টার জানান, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ্যাডভোকেট ফজিলাতুন্নেসা বাপ্পীর জানাজায় অংশ নিয়ে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। এর আগে এ্যাডভোকেট ফজিলাতুন্নেসা বাপ্পীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন আইনমন্ত্রী। একই সঙ্গে তিনি ফজিলাতুন্নেসা বাপ্পীর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। সকালে এক শোক বার্তায় মন্ত্রী আরও জানান, বাংলাদেশে আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় এবং আওয়ামী লীগের রাজনীতিতে ফজিলাতুন্নেসা বাপ্পীর অবদান দীর্ঘকাল স্মরণীয় হয়ে থাকবে।
×