ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তারেকের দুর্নীতি ও সন্ত্রাস ছিল চরম পর্যায়ের ॥ কৃষিমন্ত্রী

প্রকাশিত: ১০:১২, ৩ জানুয়ারি ২০২০

  তারেকের দুর্নীতি ও সন্ত্রাস ছিল চরম  পর্যায়ের ॥  কৃষিমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ২ জানুয়ারি ॥ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, স্বাধীনতার বিরোধী শক্তি বিএনপি-জামায়াত ক্ষমতায় থেকে তিলে তিলে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করেছে। বৃহস্পতিবার বিকেলে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ টাঙ্গাইল জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, জিয়া ও খালেদার ছেলে তারেক জিয়ার দুর্নীতি ও সন্ত্রাস ছিল চরম পর্যায়ে। তারা এদেশে সংখ্যালঘুদের অত্যাচার নির্যাতন করেছে। অত্যাচার নির্যাতনের কারণেই মানুষ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এ কারণেই বিএনপির আজ করুণ দশা। ঢাকার দুই সিটি নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু হবে। নির্বাচনে ঢাকার মানুষ আওয়ামী লীগের পক্ষে এবং শেখ হাসিনার পক্ষে রায় দেবে। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর বিজয়ে আইনজীবীসহ সকলের ভূমিকা রাখতে হবে। এই নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি যাতে কোন অপরাজনীতি করতে না পারে, সেদিকে নজর রাখতে হবে। শেখ হাসিনা দৃঢ়তা, সাহস, সততা এবং নিষ্ঠা দিয়ে বিভিন্ন সমস্যা মোকাবেলা করেছেন। তা না হলে দেশের রাজনীতিতে একটা বিপর্যয় হতো এবং অস্থিরতা সৃষ্টি হতো। বাংলাদেশ আজ তলাবিহীন ঝুড়ি নয়। বিভিন্ন দেশের প্রধানরা আজ বাংলাদেশকে সম্মানের চোখে দেখে। বিএনপির সময় আগে দেশের অবস্থা মঙ্গাপীড়িত ছিল। সেই দুর্দশা থেকে শেখ হাসিনা আজ বাংলাদেশকে বিশ্বে উন্নত দেশ হিসেবে পরিচিত করেছেন। আজ বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে। সরকার সবার জন্য নিরাপদ ও পুষ্টিমান সম্পন্ন খাদ্য নিশ্চিত করতে কাজ করছে। বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। দেশে বিদ্যুত ও জ্বালানির কোন ঘাটতি নেই। বাংলাদেশের কৃষি খাতসহ প্রতিটি ক্ষেত্রেই ব্যাপক উন্নয়ন হয়েছে। এই উন্নয়নের অব্যাহত ধারা বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ টাঙ্গাইল জেলা শাখার আহ্বায়ক নুরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম জোয়াহের এমপি, টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মোখলেছুর রহমান বাদল, সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ জেলা শাখার আহ্বায়ক কাজী নুরুল ইসলাম, টাঙ্গাইল জজকোর্টের পিপি এস আকবর আলী খান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের টাঙ্গাইল জেলা শাখার সদস্য সচিব একেএম নাছিমুল আক্তার নাছিম। ত্রি-বার্ষিকী সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের জেলা শাখার সভাপতি এবং সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম জোয়াহের এমপি। সভাপতি পদে নুরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে বদিউজ্জামান ফারুককে আগামী ৩ বছরের জন্য নির্বাচিত করা হয়। এর আগে জাতীয় পতাকা উত্তোলন এবং ফানুস উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়।
×