ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানি কমেছে

প্রকাশিত: ০৯:১৭, ৩ জানুয়ারি ২০২০

 মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানি কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ মিয়ানমার থেকে টেকনাফ স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি আগের তুলনায় কমেছে। টেকনাফ স্থলবন্দর শুল্ক কর্মকর্তা আবছার উদ্দীন জানান, গত ডিসেম্বর মাসে ১৪ হাজার ৬৪৭ দশমিক ৬০৯ টন পেঁয়াজ আমদানি হয়েছে। নবেম্বর মাসে ২১ হাজার ৫৬০ দশমিক ৪৫২ টন, অক্টোবর মাসে ২০ হাজার ৮৪৩ টন পেঁয়াজ আমদানি হয়েছিল। এছাড়া সেপ্টেম্বর ও আগস্ট মাসে যথাক্রমে ৩ হাজার ৫৭৩ টন ও ৮৪ টন পেঁয়াজ আমদানি হয়েছিল। টেকনাফ স্থলবন্দর কর্তৃপক্ষ ইউনাইটেড ল্যান্ড পোর্টের ব্যবস্থাপক জসিম উদ্দীন চৌধুরী বলেন, ‘আগের তুলনায় মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানি কমেছে। শুনেছি চট্টগ্রাম বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি হচ্ছে। তাই এখানকার ব্যবসায়ীরা মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানি কমিয়ে দিয়েছে।’
×