ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

স্যাটেলাইট প্রযুক্তির দিকে যাচ্ছে এ্যাপল

প্রকাশিত: ০৯:১৬, ৩ জানুয়ারি ২০২০

স্যাটেলাইট প্রযুক্তির দিকে যাচ্ছে  এ্যাপল

অর্থনৈতিক রিপোর্টার ॥ ডাটা ট্রান্সমিশনের জন্য স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহারের দিকে যাচ্ছে এ্যাপল। ব্লুমবার্গের তথ্য অনুযায়ী এই কাজের জন্য অনেক এ্যারোস্পেস প্রকৌশলী ও এ্যান্টেনা ডিজাইনারও নিয়োগ দিয়েছে প্রতিষ্ঠানটি। তবে বর্তমানে এটি এ্যাপলের একটি প্রকল্প হিসেবে প্রাথমিক পর্যায়ে রয়েছে। মূলত কোন থার্ড পার্টি নেটওয়ার্কের সাহায্য ছাড়াই সরাসরি এ্যাপলের বিভিন্ন ডিভাইস যেমন আইফোনের সঙ্গে ডেটা আদান প্রদান করার ভবিষ্যত পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে এ্যাপল। ব্লুমবার্গ জানায়, এর জন্য অ্যাপলকে কোনও স্যাটেলাইট বানাতে হবে না। শুধু ভূমিতে স্থাপিত ট্রান্সমিশন ডিভাইস তৈরি করে কক্ষপথে আবর্তিত স্যাটেলাইটগুলোর সঙ্গে যোগাযোগ করতে পারলেই হবে। এটি সফল হলে সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা এ্যাপলের ডিভাইসগুলোর অবস্থান সঠিকভাবে জানা যাবে। ফলে মানচিত্র বা গাইড করার মতো সেবাগুলো আরও উন্নত হবে বলে আশা করছে এ্যাপল।
×