ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রবৃদ্ধি বাড়লেও বৈষম্য নতুন উচ্চতায়

প্রকাশিত: ০৯:১৬, ৩ জানুয়ারি ২০২০

প্রবৃদ্ধি বাড়লেও বৈষম্য নতুন উচ্চতায়

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশে প্রবৃদ্ধি বাড়লেও তা থেকে সুফল পাচ্ছে না গরিব মানুষ। দারিদ্র্যের হার কমলেও নেই আগের মতো গতি। কাজের সুযোগও বাড়ছে না প্রত্যাশা অনুযায়ী। ফলে বৈষম্যের সূচক এখন নতুন উচ্চতায়। বিশ্লেষকদের প্রশ্ন, তাহলে এই প্রবৃদ্ধি আসলে কার জন্য? সম্পদ ও সুযোগ বণ্টনের দুর্বলতা স্বীকার করে পরিকল্পনা কমিশন বলছে, এখন থেকে উদ্যোগ নেয়া হচ্ছে বিশেষ নজরদারির। গত এক দশক ধরে পুরো বিশ্বকে তাক লাগিয়ে জিডিপি প্রবৃদ্ধিতে রেকর্ড গড়ে চলছে বাংলাদেশ। গড়ে পৌনে সাত শতাংশ হারে বেড়েছে অর্থনীতির আয়তন। যা যে কোন বিচারে বিস্ময়ের। কেবল চীন, ভারত কিংবা ভিয়েতনামের বাইরে এমন সাফল্য দেখাতে পারেনি কেউই। কিন্তু এর সুবিধা পৌঁছাতে খুব বেশি কার্যকর হয়নি রাষ্ট্রীয় উদ্যোগ। ভাল প্রবৃদ্ধি ইতিবাচক ফল আনে দারিদ্র্য, কর্মসংস্থান, শ্রমমজুরি এবং বৈষম্যের সূচকে। কিন্তু, অর্থবছর ১৭ থেকে ১৯ পর্যন্ত প্রবৃদ্ধি ধারাবাহিকভাবে বাড়লেও কমেছে শ্রমমজুরি বৃদ্ধির হার। উল্টো বেড়েছে পুঁজি বিনিয়োগ থেকে মুনাফা। তার অর্থ হলো এই প্রবৃদ্ধি থেকে গরিব মানুষের তুলনায় সুবিধা নিয়েছেন ধনীরা। অন্যদিকে, নতুন কাজের সুযোগ বাড়াতেও ছিল না কার্যকর ভূমিকা। বিশ্ব ব্যাংকের সাবেক লিড ইকোনোমিস্ট ড. জাহিদ হোসেন বলেন, একদিকে কর্মসংস্থানের প্রবৃদ্ধি দুর্বল আবার অন্যদিকে জিডিপি গ্রোথ বৃদ্ধি পাচ্ছে। তবে লেবার ইনকাম বাড়ছে না বলে মত এই বিশেষজ্ঞের। এ বিষয়ে পরিকল্পনা কমিশনের সদস্য সিনিয়র সচিব ড. এম শামসুল আলম বলেন, প্রবৃদ্ধি ক্রমান্বয়ে উপরের দিকে চলে যায়। উচ্চবিত্তরাই বেশি বিনিয়োগ করে আবার তারাই বেশি উৎপাদন করে। ফলে যেখানে দারিদ্র্য নেই সেখানে কমার বিষয়টিও লক্ষ্য করা যায় না।
×