ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভুয়া নিয়োগপত্র দিয়ে ৫ লাখ টাকা আত্মসাত

প্রকাশিত: ০৯:০৫, ৩ জানুয়ারি ২০২০

 ভুয়া নিয়োগপত্র দিয়ে ৫ লাখ  টাকা আত্মসাত

সংবাদদাতা, বোয়ালমারী, ফরিদপুর, ২ জানুয়ারি ॥ বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের শেলাহাটি গ্রামে এক যুবককে সরকারী চাকরির ভুয়া নিয়োগপত্র দিয়ে ৫ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে জামাই-শ্বশুরের বিরুদ্ধে। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে ভুক্তভোগীর মা শেলাহাটি গ্রামের আসমা বেগম জামাই ও শ্বশুরকে আসামি করে বোয়ালমারী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। জানা যায়, শেলাহাটি গ্রামের লুৎফর শেখ (৩৬) ও তার মেয়ের স্বামী মাগুরা জেলার লস্কারপুর গ্রামের মঙ্গল শেখের ছেলে মোক্তার হোসেন (২৫) শেলাহাটি গ্রামের নজরুল ইসলামের ছেলে আলী হোসেনকে গত বছরের ২ এপ্রিল সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় কার্যালয়ে অফিস সহায়ক পদে ভুয়া নিয়োগপত্র ইস্যু করে। পরে ২৫ জুলাই ওই ভুয়া নিয়োগপত্র দিয়ে তাদের কাছ থেকে ৫ লাখ টাকা নেন। নিয়োগপত্র নিয়ে আসমা বেগম যাচাই-বাছাই করে দেখেন নিয়োগপত্র ভুয়া। ১ জানুয়ারি সকাল ১০টায় লুৎফর শেখের নিকট টাকা চাইতে গেলে সে (লুৎফর) তাকে হুমকি দেয় এবং বিভিন্ন ভয়ভীতি দেখায়। এ বিষয়ে লুৎফর শেখ বলেন, আমার মেয়ের স্বামী (জামাই মোক্তার হোসেন) ঢাকা মিরপুর এলাকায় টেইলারিংয়ের কাজ করে। তার দোকানে একটি লোক আসত। সেই লোক আসমা বেগমের নিকট থেকে টাকা নিয়েছে। আমরা কোন টাকা নেই নি। চাকরি দেয়া বা টাকা নেয়ার সঙ্গে আমরা জড়িত নই।
×