ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

দেশের কোথাও আর বাঁশের সাঁকো থাকবে না ॥ পরিকল্পনামন্ত্রী

প্রকাশিত: ০৯:০৪, ৩ জানুয়ারি ২০২০

 দেশের কোথাও আর বাঁশের সাঁকো থাকবে না ॥ পরিকল্পনামন্ত্রী

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ হৃদয়ে মাতৃভূমি লালন করে উন্নয়নের অগ্রধারাকে এগিয়ে নেয়ার আহ্বান জানিয়ে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, বর্তমান সরকার দেশকে দ্রুত মধ্যম আয়ের দেশের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। কোন এলাকা যেন উন্নয়নের ধারা থেকে বাদ না যায় সে জন্য প্রতিটি এলাকায় সুষম উন্নয়নের পরিকল্পনা করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল নাগরিককে সমান চোখে দেখেন। বাঙালীর সম্মান আওয়ামী লীগ এনে দিয়েছে। মন্ত্রী বৃহস্পতিবার দুপুরে বগুড়ার শিবগঞ্জ পৌর এলাকার অর্জুনপুরে করতোয়া নদীর ওপর ৭২ মিটার দৈর্ঘের সেতুর নির্মাণ শুরুর ভিত্তিফলক উন্মোচন করেন। এরপর শিবগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন। পৌর মেয়র তৌহিদুর রহমান মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে মন্ত্রী বর্তমান সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, দেশের কোথাও আর বাঁশের সাঁকো থাকবে না। কোথাও থাকলে তা খুঁজে বের করে পাকা সেতু নির্মাণ করা হবে। তিনি বলেন, অতীতের জঞ্জাল সাফ করে সোজা ও সরল পথে এগিয়ে যেতে হবে। এই লক্ষ্যে কর্ম পরিকল্পনা নেয়া হয়েছে। বগুড়া বিমান বন্দর, বগুড়া-সিরাজগঞ্জ মিশ্র গেজের রেলপথসহ অন্য যে কাজগুলো এখনও শুরু হয়নি তা শুরুর ব্যবস্থা নেয়া হবে। শিবগঞ্জে পৌর এলাকা থেকে দেড় কিলোমিটার দূরে এক প্রান্তে অর্জুনপুর অপর প্রান্তে রাঙ্গামাটিয়ার মধ্যে কোন সংযোগ সেতু না থাকায় ওই এলাকার হাজারো মানুষকে চার কিলোমিটার ঘুর পথে উপজেলা সদরের সঙ্গে যোগাযোগ করতে হতো। ওই স্থানে একটি সেতুর দাবি ছিল দীর্ঘদিনের। বহু বছর পর এই দবি পূরণ হওয়ায় এলাকাবাসীর মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়। আরসিসি গার্ডার কাঠামোর এই সেতুর নির্মাণ কাজ চলতি বছরে শেষ হবে। নির্মাণে ব্যয় হবে সাড়ে ছয় কোটি টাকা। সমাবেশে বক্তব্য রাখেন সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহ, জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ, জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলজের উপাধ্যক্ষ ডাঃ রেজাউল আলম জুয়েল, শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান, টিএমএসএসের নির্বাহী পরিচালক হোসনে আরা বেগম প্রমুখ। এর আগে মন্ত্রী শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়সহ কয়েকটি স্থাপনা পরিদর্শন করেন।
×