ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জাবিতে আবারও আন্দোলনের ডাক

প্রকাশিত: ০৯:০৩, ৩ জানুয়ারি ২০২০

 জাবিতে আবারও আন্দোলনের ডাক

জাবি সংবাদদাতা ॥ দীর্ঘ বিরতির পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আবারও নতুন করে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের বিরুদ্ধে আন্দোলন শুরু করার কথা জানিয়েছে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বিকেল চারটায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের কমন রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, জাবি সংসদের সাধারণ সম্পাদক সুদীপ্ত দে। লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘সকল অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে নৈতিকভাবে আবারও কর্মসূচী দিতে আমরা বাধ্য হচ্ছি।
×