ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে হামলার দ্রুত বিচার দাবি

প্রকাশিত: ০৯:০২, ৩ জানুয়ারি ২০২০

 সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর  বাসভবনে হামলার  দ্রুত বিচার দাবি

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী, ২ জানুয়ারি ॥ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরীর পটুয়াখালীর বাসভবনে হামলা ও ভাংচুরের ঘটনায় পটুয়াখালী জেলা বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে পটুয়াখালী শহরের শেরেবাংলা সড়কে আলতাফ হোসেন চৌধুরীর বাসভবনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ওয়াহিদ সরোয়ার কালাম লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় তিনি অভিযোগ করেন, কোন ধরনের উস্কানি ছাড়াই বুধবার বেলা সাড়ে ১১ টায় পটুয়াখালী জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা আলতাফ হেসেন চৌধুরীর বাসভবনের প্রধান গেট ও ভবনের তালা ভেঙ্গে ব্যাপক ভাংচুর চালায়। জেলা বিএনপি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। পাশাপাশি হামলা ও ভাংচুরের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি করা হয়।
×