ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনা

কলেজ শিক্ষকসহ নিহত ১২

প্রকাশিত: ০৯:০০, ৩ জানুয়ারি ২০২০

কলেজ শিক্ষকসহ নিহত ১২

জনকণ্ঠ ডেস্ক ॥ লক্ষ্মীপুরে পিকআপ ডোবায় পড়ে তিন শ্রমিক, কক্সবাজারে বাস-প্রাইভেটকার সংঘর্ষে তিনজন, বগুড়ায় ট্রাক-বাস সংঘর্ষে দুজন, পাবনায় প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী, কলেজ শিক্ষক, নান্দাইলে পিকআপ-ইজিবাইক সংঘর্ষে চালক, মাধবপুরে আরোহী ও চরফ্যাশনে বৃদ্ধ নিহত হয়েছেন। খবর স্টাফ রিপোর্টার, নিজস্ব সংবাদদাতা ও সংবাদদাতাদের। লক্ষ্মীপুর নির্মাণ শ্রমিক বহনকারী পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় পড়ে নিহত হয়েছে ৩জন। এ ঘটনায় আহত হয়েছে আরও ১৫ জন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় লক্ষ্মীপুর-চৌমুহনী আঞ্চলিক মহাসড়কের মজুপুরে এ ঘটনা ঘটে। আহতদের লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহতদের মরদেহ একই হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিহতরা হচ্ছেন রফিক, মফিজ ও খোরশেদ। আহতদের মধ্যে রয়েছে আবুল হোসেন, ইয়াছিন, রবিউল ও আকবরসহ ১৫ জন। প্রত্যক্ষদর্শী, পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা জানান, সকালে লক্ষ্মীপুর থেকে ছেড়ে আসা শ্রমিকবাহী একটি পিকআপ চন্দ্রগঞ্জের দিকে যাওয়ার পথে ঘটনাস্থলে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ¦বর্তী ডোবায় পড়ে যায়। এলাকাবাসী ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার তৎপরতা চালায়। এ সময় তিনজনের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। অন্যান্যদের আহত অবস্থায় উদ্ধার করা হয়। লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার ওয়াসি আজাদ জানান, নির্মাণ শ্রমিক বহনকারী পিকআপ ভ্যানটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় পড়ে গেলে তিনজন নিহত ও আরও ১৫ শ্রমিক আহত হন। কক্সবাজার রামুতে শ্যামলী ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও একজন আহত হয়েছে। নিহতদের মধ্যে ঘটনাস্থলে দুজন এবং হাসপাতালে চিকিৎসাধীন একজন মারা যান। বুধবার রাত সাড়ে দশটায় কক্সবাজারের রামু জোয়ারিয়ানালা এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, চট্টগ্রাম শহরের আতুরারদীঘির জানে আলম (৩৫), হালিশহর এলাকার মাসুদ কিবরিয়া (৪০) ও চট্টগ্রাম পশ্চিম নাসিরাবাদ এলাকার জামাল উদ্দিন (৩৫)। রামু থানার ওসি মোঃ আবুল খায়ের জানান, কক্সবাজার থেকে ঢাকামুখী যাত্রীবাহী বাস শ্যামলী পরিবহনের সঙ্গে চট্টগ্রাম থেকে কক্সবাজারমুখী একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পরপরই বাসের চালক পালিয়ে যায়। বাসটি জব্দ করা হয়েছে। কক্সবাজার সদর জেলা হাসপাতালের পুলিশ জানায়, রামু সড়ক দুর্ঘটনায় আহতাবস্থায় চট্টগ্রাম শহরের পশ্চিম নাসিরাবাদ এলাকার মুকবুল আহমদের পুত্র জামাল উদ্দিনকে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বগুড়া শেরপুর উপজেলায় বুধবার মধ্যরাতে বাস ও আলু বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত ও ১০ জন আহত হয়েছে। নিহতরা হলো ট্রাকচালক ছানোয়ার হোসেন (৩৫) ও হেলপার মিন্টু মিয়া(৩৮)। পুলিশ জানায়, রাত ১ টার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কে উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের ররোয়া নামক স্থানে হাজী ট্রাভেলস নামে একটি বাসের সঙ্গে আলু বোঝাই ট্রাকের এ দুর্ঘটনা ঘটে। বাসটি ঢাকা থেকে বগুড়া আসছিল এবং আলুবোঝাই ট্রাকটি বগুড়া থেকে ঢাকার দিকে যাচ্ছিল। বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ট্রাক চালক মারা যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। হাসপাতালে নেয়ার পর ট্রাকের হেলপার চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। দুর্ঘটনার পর সেখানে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। পাবনা বেপরোয়া প্রাাইভেটকারের ধাক্কায় ফেরদৌস সেলিম বাবলু (৪৮) নামে এক সেরকারী কলেজ প্রভাষক নিহত হয়েছে। বুধবার রাত ১১টার দিকে টেবুনিয়া-চাটমোহর মহাসড়কের রামচন্দ্রপুরের ঢাল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত ফেরদৌস সেলিম দেবোত্তর ডিগ্রী কলেজের প্রভাষক। তিনি সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের ভোজেন্দ্রপুর গ্রামের হবিবুর রহমানের ছেলে। এলাকাবাসী জানায়, বুধবার রাত ১১টার দিকে মোটরসাইকেলে তারা রামচন্দ্রপুর বাড়ির দিকে যাচ্ছিলেন এ সময় পেছন থেকে একটি বেপরোয়া প্রাইভেটকার তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় প্রভাষক ফেরদৌস সেলিম বাবলু ছিটকে পড়েন। এরপর কারটি তার ওপর দিয়ে গিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। ঘটনাস্থল থেকে ফেরদৌস সেলিম বাবলুকে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, একজন নারী চালক বেপরোয়াভাবে প্রাইভেটকারটি চালাচ্ছিলেন। নান্দাইল উপজেলায় পিকআপের সঙ্গে ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালক ফুরকান উদ্দিন (৪০) নিহত হয়েছে। নিহত ফুরকান রাজগাতী ইউনিয়নের পাছ-দরিল্লাহ গ্রামের সুরুজ আলীর পুত্র। বুধবার রাত ১১টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের মুশুলী চৌরাস্তা বাজারে দুর্ঘটনাটি ঘটে। নান্দাইল হাইওয়ে থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হক প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, টমেটোবোঝাই একটি পিকআপ নান্দাইল চৌরাস্তা থেকে কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। অপরদিকে মুশুলী চৌরাস্তা বাজারে যাত্রী নামিয়ে ইজিবাইকটি ঘুরাচ্ছিলেন চালক ফুরকান উদ্দিন। এমন সময় পিকআপটি ও ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। আর পিকআপটি সড়কের নিচে উল্টে যায়। এ ঘটনায় পিকআপের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান চালক ফুরকান উদ্দিন। মাধবপুর হবিগঞ্জের মাধবপুরে দ্রুতগামী মাইক্রোবাসের ধাক্কায় সুমন মিয়া (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর পৌর শহরের ফায়ার সার্ভিস এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুমন মিয়া উপজেলার বড়ধলিয়া গ্রামের ইয়াকুব আলীর ছেলে। পুলিশ জানায়, ওইদিন সুমন মিয়া ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে মাধবপুর বাজারে আসার পথে দুর্ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। চরফ্যাশন ভোলার চরফ্যাশনের বেতুয়া সড়কে বৃহস্পতিবার দুপুরে ট্রাকের চাপায় রশিদ ডাকুয়া (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। তার বাড়ি ডাকুয়া উপজেলার আসলামপুর গ্রামে।
×