ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘দে-ছুট’ ভ্রমণ সংঘের ছবি প্রতিযোগিতা

প্রকাশিত: ০৬:৪৮, ৩ জানুয়ারি ২০২০

‘দে-ছুট’ ভ্রমণ সংঘের ছবি প্রতিযোগিতা

বাংলাদেশের ঐতিহ্যবাহী ভ্রমণ সংগঠন দে-ছুট ভ্রমণ সংঘের মাসব্যাপী ফটো কন্টেস্টের সাত ক্যাটাগরিতে ৭ জন বিজয়ীকে, ক্রেস্ট প্রদান উপলক্ষে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার এক চরে ১৫ ডিসেম্বর রাত হতে ১৬ ডিসেম্বর পর্যন্ত দুই দিনব্যাপী ক্রেস্ট প্রদান, জোলাভাতি ও খেলাধুলার আয়োজন করা হয়। ওই আয়োজনে উপস্থিত ছিলেন দে-ছুট ভ্রমণ সংঘের প্রতিষ্ঠাতা চিফ অর্গানাইজার ও ওপেন ফ্রেন্ডস গ্রুপের প্রতিষ্ঠাতা প্রধান উপদেষ্টা মুহাম্মদ জাভিদ হাকিম, সংগঠনের বেস্ট অর্গানাইজার মুহাম্মদ জসিম উদ্দিন, প্রিমিয়াম অর্গানাইজার এমএ কালাম, আইটি এডমিন মুজাহিদ জয় ও এসিস্ট্যান্ট বেস্ট অর্গানাইজার আরাফাত হাসান। আরও উপস্থিত ছিলেন ওপেন ফেন্ডস গ্রুপের সাধারণ সম্পাদক মুহাম্মদ সবুর মিয়াসহ আড়াইহাজার অঞ্চল পর্যটন বিকাশবান্ধব শাহনূর আড়াইহাজারসহ সংগঠনের নিবেদিত প্রাণ বন্ধুমহল। ১৫ ডিসেম্বর রাতে বিজয়ীদের সম্মানে শুরু হয় বার-বি-কিউ ও ক্যাম্প ফায়ার। সকালে জোলাভাতি। এরপর ৭ জন বিজয়ীর মঝে ৫ জনের উপস্থিতির মধ্য দিয়ে, তাদের হাতে দে-ছুট সম্মাননাপত্র ও ক্রেস তুলে দেয়া হয়। বিজয়ীরা ছিলেন মুহাম্মদ হানিফ, মেহেদি হাসান, নাজমুল, ইয়াসির ইউশা ও নূর-ই রাজন। ক্রেস্ট প্রদান শেষে, চৌদ্দর চরে প্রীতি ফুটবল ম্যাচ ও দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ভ্রমণ ডেস্ক
×