ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শ্রম মন্ত্রণালয়ে ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন

প্রকাশিত: ১২:২৫, ২ জানুয়ারি ২০২০

শ্রম মন্ত্রণালয়ে ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন

জনকণ্ঠ ডেস্ক ॥ মুজিববর্ষ উপলক্ষে শ্রম ভবনে বঙ্গবন্ধু চর্চায় ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। তিনি বুধবার রাজধানীর বিজয় নগরে শ্রম ভবনে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরে প্রধান অতিথি হিসেবে এ কর্নার উদ্বোধন করেন। বঙ্গবন্ধু কর্নারে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জীবন, কর্ম ও আদর্শের ওপর শতাধিক বই, ডকুমেন্টারি, ভিডিওসহ বিভিন্ন বিষয়ের আড়াই হাজার বইয়ের সংগ্রহশালা তৈরি করা হয়েছে। খবর বাসসর। শ্রম প্রতিমন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা এবং এর আওতাধীন দফতর ও সংস্থার কর্মকর্তা ও কর্মচারীরা বঙ্গবন্ধুর ওপর লিখিত বইগুলো পড়বে তাকে ভালভাবে জানতে এবং বঙ্গবন্ধুর কর্ম ও জীবনাদর্শ সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবেন। পরে, প্রতিমন্ত্রী ফিতা কেটে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেন এবং তিনি মুজিববর্ষ উদযাপন অংশ হিসেবে কেক কাটেন। উল্লেখ্য, জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে চর্চা করার লক্ষ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং মন্ত্রণালয়ের অধীনস্থ অধিদফতরসমূহ বছরব্যাপী নানাবিধ কর্মসূচী হাতে নিয়েছে। এরই অংশ হিসেবে আজ বছরের প্রথম দিনেই শ্রম ভবনে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করা হলো।
×