ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লেজার ভিশনের বাসুদেব ঘোষ স্মরণানুষ্ঠান

প্রকাশিত: ১১:৫৫, ২ জানুয়ারি ২০২০

লেজার ভিশনের বাসুদেব ঘোষ স্মরণানুষ্ঠান

সংস্কৃতি ডেস্ক ॥ সঙ্গীত পরিচালক বাসুদেব ঘোষ স্মরণে বিশেষ অনুষ্ঠান আগামী সোমবার ৬ জানুয়ারি বিকেল ৫-৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। রাজধানীর বাংলামোটরে অবস্থিত বিশ্ব সাহিত্য কেন্দ্রের মিলনায়তনে এ স্মরণ অনুষ্ঠানের আয়োজন করেছে লেজার ভিশন । গত শতাব্দীর শেষ দশকে এ দেশের শুদ্ধ সঙ্গীত চর্চায় নতুন ধারার সূচনা করেন বাসুদেব ঘোষ। সেই থেকে তার হাত ধরে বহু শিল্পীর আবির্ভাব ঘটে সঙ্গীত জগতে। তিনি একাধারে গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক ও গায়ক ছিলেন। বাসুদেব ঘোষের স্মরণ অনুষ্ঠান আয়োজন প্রসঙ্গে লেজার ভিশনের চেয়ারম্যান এ কে এম আরিফুর রহমান বলেন, এমন একজন অসাধারণ কম্পোজার এত অল্প বয়সে চলে যাওয়ায় বাংলা গানের অপূরণীয় ক্ষতি হলো। অদ্ভুত সারল্যে ভরপুর একজন প্রকৃত শিল্পী ছিলেন তিনি। আমরা তার কাজগুলোর প্রকৃত মূল্যায়নে কিছু পদক্ষেপ নিতে চাই। সেজন্যই আমাদের এই আয়োজন।
×