ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বঙ্গবন্ধু গোল্ডকাপের ড্র ৪ জানুয়ারি

প্রকাশিত: ১১:৫০, ২ জানুয়ারি ২০২০

বঙ্গবন্ধু গোল্ডকাপের ড্র ৪ জানুয়ারি

স্পোর্টস রিপোর্টার ॥ দীর্ঘ বেশ কয়েক বছর পর আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল। যা এবার বাঙালী জাতির জনক বঙ্গবন্ধুর নামে অনুষ্ঠিত হবে। এই আসরে অংশ নিতে ইতোমধ্যেই ১৩ ক্লাব আবেদন করেছে, যাদের ৯ ক্লাব পূর্ণাঙ্গ ডুক্যমেন্ট তৈরির কাজ সম্পন্ন করেছে। বাফুফে আগামী কয়েকদিনের মধ্যেই এ ব্যাপারে বিস্তারিত অবহিত করবে গণমাধ্যমকে। বৃহস্পতিবার বাফুফে ভবনে বাফুফের কমিটির ১৭তম বোর্ড সভা অনুষ্ঠিত হয়। সেখানেই এমনটা জানান বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুশের্দী, এমপি। তিনি বলেন, ‘আমরা একটি ভাল বছর অতিক্রম করেছি। এই সভায় আমরা সিদ্ধান্ত নিয়েছি বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের লোগো উন্মোচন এবং ড্র সিরোমনি আগামী ৪ জানুয়ারি করব। আসরটি যাতে সুষ্ঠু ও সফলভাবে আয়োজিত হয়, সে জন্য আমরা সবধরনের ব্যবস্থা নেব। আমি বঙ্গবন্ধু গোল্ডকাপের আয়োজক কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করব।’ সালাম আরও জানান, ‘এই আসরে মোট ৬টি দেশ অংশ নেবে। আগামী ৪ জানুয়ারির মধ্যে দেশগুলোর নাম আমরা নিশ্চিত করব। চেষ্টা থাকবে যেন সব দলই জাতীয় দল হয় এবং কমপক্ষে তিনটি দেশ যেন ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে থাকে। এ উপলক্ষে একজন বিশ্ব ফুটবল কিংবদন্তিকে ঢাকায় আনার চেষ্টা করা হবে।
×