ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রোনাল্ডোকে নিয়ে ভাবছে জুভেন্টাস

প্রকাশিত: ১১:৪৮, ২ জানুয়ারি ২০২০

রোনাল্ডোকে নিয়ে ভাবছে জুভেন্টাস

স্পোর্টস রিপোর্টার ॥ হঠাৎ করেই স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ থেকে ২০১৮ সালে জুভেন্টাসে নতুন করে ঠিকানা গড়েন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। চার বছরের চুক্তিতে সিরি’এ লীগের জায়ান্ট ক্লাবে যোগ দেন সিআর সেভেন। কিন্তু রোনাল্ডোকে নিয়ে জল্পনা-কল্পনার যেন শেষ নেই। সাম্প্রতিক সময়ে বিভিন্ন প্রতিবেদনে উঠে আসে নানান ধরনের তথ্য। শুনা যায় রোনাল্ডোর জুভেন্টাস ছাড়ার গুঞ্জন। তাকে পেতে মরিয়া প্যারিস সেইন্ট জার্মেই, ম্যানচেস্টার ইউনাইটেড এবং স্পোর্টিং লিসবনের মতো ক্লাবগুলো। তবে রোনাল্ডোকে নিয়ে নতুন করে পরিকল্পনা করছে তার বর্তমান ক্লাব। সিআর সেভেনের সঙ্গে নতুন চুক্তি করতে চায় সিরি’এ লীগের বর্তমান চ্যাম্পিয়নরা। সেই পরিকল্পনা সঠিকভাবে এগোলে ২০২৩ সাল পর্যন্ত জুভেন্টাসেই থাকবেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। সেই সময়ে জুভেন্টাসের পর্তুগীজ সুপারস্টারের বয়স হবে ৩৮। অর্থাৎ জুভেন্টাসে থেকেই রোনাল্ডোর অবসরের বিষয়টি যেন আরও উজ্জ্বল হয়ে উঠছে তাতে। রোনাল্ডোর বর্তমান বয়স ৩৪। ফুটবল মাঠে এখনও দুর্দো- প্রতাপ তার। সাবেক রিয়াল মাদ্রিদের এই তারকা ফুটবলার এই বয়সেও দারুণ আত্মবিশ্বাসী। তার বিশ্বাস এখনও জুভেন্টাসকে দেয়ার অনেক কিছুই বাকি রয়েছে। এমন উপলদ্ধিটা করতে পারছে সিরি’এ লীগের বর্তমান চ্যাম্পিয়নরাও। যে কারণেই তাদের সেরা তারকার সঙ্গে নতুন করে চুক্তি স্বাক্ষর করতে চায় জুভরা। এদিকে নতুন বছরে আগামী সপ্তাহে প্রথম মাঠে নামবে জুভেন্টাস। নতুন বছরে চুলের ছাঁটে পরিবর্তন এনেছেন সিআর সেভেন। বড়দিনের ছুটি কাটিয়ে মঙ্গলবারই প্রথম অনুশীলন করেছে জুভেন্টাস। সেই অনুশীলনেই দেখা যায় রোনাল্ডোর নতুন রূপ। মাথার ওপরে ঝুঁটি বেঁধে অনুশীলনে নেমেছিলেন তিনি। রিয়াল মাদ্রিদে রোনাল্ডোর সাবেক সতীর্থ গ্যারেথ বেলের ঝুঁটির সঙ্গে যার অনেকটা মিল রয়েছে। সেই ছবিই ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়েছে গোটা দুনিয়ায়। যা নিয়ে ভক্তদের তীর্যক মন্তব্যও করতে দেখা যায়। নতুন বছরে রোনাল্ডোকে যে নতুন কেশসজ্জায় দেখা যাবে তার আভাস সম্প্রতি দুবাইয়ে মিলেছিল। সিআর সেভেনের নতুন কেশসজ্জার ছবি ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় তা নিয়ে শুরু হয়ে যায় ভক্তদের আলোচনা-সমালোচনা। তাদেরই একজন ঝুঁটি বাঁধা রোনাল্ডোর ছবি টুইট করে লেখেন, ‘রিয়াল মাদ্রিদের বাইরে যেতে পারে রোনাল্ডো। কিন্তু গ্যারেথ বেলের থেকে বিচ্ছিন্ন হয়ে নয়।’ কেউ আবার লিখেছেন, ‘খেলার উৎকর্ষ কমেছে। তাই খবরের শিরোনামে থাকার চেষ্টা।’ আবার কেউ কেউ লিখেছেন, ‘রোনাল্ডো এখন বেলের মতোই।’ কারও প্রতিক্রিয়া ‘রোনাল্ডো, দয়া করে বেল হয়ে যেও না।’ স্পেন থেকে ইতালিতে যাওয়ার পর ইতোমধ্যেই ৬৪ ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন জুভেন্টাসের। এই সময়ে ৪০ গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। শুধু তাই নয়, সতীর্থদের দিয়ে ১২ গোল করাতে গুরুত্বপূর্ণ ভূমিকাও রেখেছেন জুভেন্টাসের এই পর্তুগীজ সুপারস্টার।
×