ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রোনাল্ডো, বাস্তেনের পর সেরা ‘নাম্বার নাইন’ ইব্রা!

প্রকাশিত: ১১:৪৬, ২ জানুয়ারি ২০২০

রোনাল্ডো, বাস্তেনের পর সেরা ‘নাম্বার নাইন’ ইব্রা!

স্পোর্টস রিপোর্টার ॥ ব্রাজিলের সাবেক কিংবদন্তি ফুটবলার রোনাল্ডো ও হল্যান্ডের আইকন মার্কো ভ্যান বাস্তেনের পর ‘৯’ নম্বর জার্সিতে বিগত ৩০ বছরের সেরা খেলোয়াড় সুইডেনের সাবেক তারকা ফরোয়ার্ড জ¬াতান ইব্রাহিমোভিচ। এমন মন্তব্য করেছেন এসি মিলানের হয়ে খেলা সাবেক ইতালিয়ান ফরোয়ার্ড এ্যান্টোনিও কাসানো। সদ্যই মার্কিন মুলুক অধ্যায় শেষ করে দ্বিতীয় দফায় ইতলিয়ান ক্লাব এসি মিলানে যোগ দিয়েছেন ইব্রাহিমোভিচ। সানসিরোর দলটির হয়ে এখনও মাঠে নামা হয়নি ৩৮ বছর বয়সী সুইডিশ কিংবদন্তির। শীঘ্রই মাঠে নামতে যাচ্ছেন তিনি। এমন অবস্থায় ইব্রাকে প্রশংসায় ভাসিয়েছেন কাসানো। তিনি বলেন, রোনাল্ডো ও বাস্তেনের পর ৯ নম্বর জার্সিতে গত ৩০ বছরের সেরা খেলোয়াড় ইব্রাহিমোভিচ। অসাধারণ একজন ফুটবলার সে। সতীর্থদের সবসময় ১১০ ভাগ দিয়ে থাকে। আমি আশাবাদী এসি মিলানে সে সফল হবে। কারণ সবসময় সে ১০০ ভাগ দেয়ার জন্য প্রস্তুত থাকে। এর আগে ২০১১-১২ মৌসুমে মিলানের হয়ে খেলেছিলেন ইব্রাহিমোভিচ। স্বল্প সময়ে দলটির হয়ে বেশ সফল ছিলেন। করেছিলেন ৩২ ম্যাচে ২৮ গোল। এরপর পিএসজি, ম্যানচেস্টার ইউনাইটেড ও লা গ্যালাক্সি হয়ে আবারও ফিরেছেন মিলানে। এর আগে ইব্রা ক্লাব ক্যারিয়ারে খেলেছেন যথাক্রমে মালমো, আয়াক্স, জুভেন্টাস, ইন্টার মিলান ও স্প্যানিশ পরাশক্তি বার্সিলোনায়। সর্বশেষ ইব্রা খেলেছেন যুক্তরাষ্ট্রের মেজর সকার লীগের দল লস এ্যাঞ্জেলস গ্যালাক্সিতে। স্বল্প সময়ের মার্কিন মুলুক অধ্যায় শেষ হয়েছে তার। ২০১৮ সালে লস এ্যাঞ্জেলস গ্যালাক্সিতে যাওয়ার পর ২০১৯ সালের ডিসেম্বরে চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে সুইডিশ সুপারস্টারের। এরপর আর চুক্তি নবায়ন না হওয়ায় মিলানে ফিরেছেন তিনি। এসি মিলান ছাড়াও টটেনহ্যাম হটস্পারে যাওয়ার গুঞ্জন ছিল ইব্রার। তবে ইংলিশ ক্লাব টটেনহ্যামে যে ইব্রার জায়গা হচ্ছে না সেটা নিশ্চিত হওয়া গিয়েছিল। দলটির নতুন কোচ জোশে মরিনহো বিষয়টি নিশ্চিত করেছিলেন। ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান ও ইংলিশ পরাশক্তি ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ থাকাকালীন মরিনহোর শিষ্য ছিলেন ইব্রাহিমোভিচ। স্পার্সদের নতুন এই কোচ জানিয়েছিলেন হ্যারি কেনদের সঙ্গে ইব্রাকে দলে নেয়ার কোন সুযোগ নেই। অবশেষে স্পেশাল ওয়ানের কথাই সত্য হয়েছে। দুই মৌসুমে লা গ্যালাক্সির হয়ে মেজর লীগ সকারে ইব্রা করেছেন ৫৬ ম্যাচে ৫২ গোল। আসলে বয়স যত বাড়ছে ধার যেন আরও বাড়ছে ইব্রাহিমোভিচের। তারকা এই ফরোয়ার্ড যতগুলো ক্লাবে খেলেছেন সবখানেই সফল হয়েছেন। ২০১৬ সালে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে যাওয়ার পর যুক্তরাষ্ট্রে যাওয়ার পর সেখানেও মাঠ মাতিয়েন ৩৮ বছর বয়সী সুইডিশ সুপারস্টার। দীর্ঘ ক্যারিয়ারের বিশ্বের সেরা সেরা ক্লাবে খেলেছেন ইব্রাহিমোভিচ। এর মধ্যে অন্যতম আয়াক্স, জুভেন্টাস, ইন্টার মিলান, বার্সিলোনা, এসি মিলান, প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি) ও ম্যানচেস্টার ইউনাইটেড। হাতেগোনা কয়েকজন বাদে কোন ফুটবলারের ক্যারিয়ারে এত জায়ান্ট ক্লাবে খেলার দৃষ্টান্ত নেই। ইউরোপের ক্লাবে ইব্রা ছিলেন অপ্রতিদ্বন্দ্বী। সবমিলিয়ে ৩৩টি ট্রফি জিতেছেন। ম্যানইউতে প্রায় তিন বছরের ক্যারিয়ারেও ছিলেন উজ্জ্বল।
×