ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সিলেটে চতুর্থপর্ব শুরু আজ

প্রকাশিত: ১১:৪৬, ২ জানুয়ারি ২০২০

সিলেটে চতুর্থপর্ব শুরু আজ

স্পোর্টস রিপোর্টার ॥ রংপুর রেঞ্জার্স ও রাজশাহী রয়্যালসের মধ্যকার ম্যাচ দিয়ে ঢাকায় তৃতীয়পর্ব শেষ হয়েছে মঙ্গলবার। আজ বৃহস্পতিবার বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল টি২০) আবার এই দুই দলের মধ্যকার ম্যাচ দিয়েই সিলেটে চতুর্থপর্ব শুরু হচ্ছে। দুপুর দেড়টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। একইদিন একই স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ছয়টায় সিলেট থান্ডার ও কুমিল্লা ওয়ারিয়র্সের ম্যাচও অনুষ্ঠিত হবে। এ পর্বটি দারুণ জমে উঠতে পারে। দলীয় এবং ব্যক্তিগত নৈপুণ্যে দারুণ জমতে পারে সিলেট পর্ব। এখনও কোন দলই ‘প্লে-অফে’ খেলা নিশ্চিত করে নিতে পারেনি। পয়েন্ট তালিকায় সাত দলের মধ্যে সবার ওপরে আছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দলটি ৯ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট পেয়েছে। এরপর এক এক করে খুলনা টাইগার্স (দ্বিতীয়, ৭ ম্যাচে ১০ পয়েন্ট), ঢাকা প্লাটুন (তৃতীয়, ৮ ম্যাচে ১০ পয়েন্ট), রাজশাহী রয়্যালস (চতুর্থ, ৮ ম্যাচে ১০ পয়েন্ট), কুমিল্লা ওয়ারিয়র্স (পঞ্চম, ৮ ম্যাচে ৬ পয়েন্ট), রংপুর রেঞ্জার্স (ষষ্ঠ, ৮ ম্যাচে ৬ পয়েন্ট) ও সিলেট থান্ডার (সপ্তম, ৮ ম্যাচে ২ পয়েন্ট) রয়েছে। পয়েন্ট তালিকার তলানিতে থাকা সিলেট বিপদেই আছে। সিলেটে টানা তিনদিন খেলা হবে। ছয়টি ম্যাচ হবে। এখনও সিলেট বাদ হয়ে গেছে বলা যাবে না। কাগজে-কলমে, পয়েন্টের হিসেবে এখনও ‘প্লে-অফ’ খেলার সুযোগ শেষ হয়ে যায়নি। তবে পথ যে কঠিন, তা বোঝাই যাচ্ছে। প্রতিটি দল লীগপর্বে ১২টি করে ম্যাচ খেলবে। সিলেট ৮ ম্যাচ খেলে ফেলেছে। মাত্র ১ জয়ে ২ পয়েন্ট পেয়েছে। বাকি থাকা চার ম্যাচে জিতলে ১০ পয়েন্ট হবে। এখনও লীগে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সেরই শুধু ১২ পয়েন্ট আছে। বাকিদের পয়েন্ট এর নিচেই আছে। সিলেটে টানা তিনদিন তিন ম্যাচ খেলে এখন সিলেটের ভাগ্য বদলালেই হলো। সেই সুযোগ কমই আছে। সিলেটে একটি ম্যাচ খেলবে চট্টগ্রাম। ম্যাচটি জিতলেই ‘প্লে-অফ’ খেলা নিশ্চিত করে নিতে পারে দলটি। খুলনা ও ঢাকার মধ্যকার যে কোন একটি দলের সিলেট পর্বে পয়েন্ট ১২ নিশ্চিতভাবেই হয়ে যাবে। এই দুই দলের বিরুদ্ধে যে খেলা রয়েছে। রাজশাহী সিলেটে দুটি ম্যাচ খেলবে। যে কোন একটি জিততে পারলে তাদেরও পয়েন্ট ১২ হয়ে যাবে। সিলেটের সঙ্গে কুমিল্লা, রংপুরের অবস্থাও খুব ভাল নয়। ‘প্লে-অফে’ চার দল খেলবে। এখনই পয়েন্ট তালিকায় সেরা চারে থাকা চট্টগ্রাম, খুলনা, ঢাকা, রাজশাহীকেই শেষ পর্যন্ত ‘প্লে-অফে’ খেলতে দেখা যেতে পারে। তাদের অবস্থান এবং পয়েন্ট যে শক্ত জায়গায় আছে। তবে শেষ মুহূর্তে কুমিল্লা ও রংপুরও রেসে ঢুকে যেতে পারে। রংপুর তো একটি ম্যাচে জেতার পর থেকে টানা দুই ম্যাচ জিতে নিয়েছে। জমিয়ে দিয়েছে লীগ। তাই সিলেট পর্বে একটা চিত্র মিলে যেতে পারে। যদিও সিলেটে দলগুলোর খেলা এত কম যে ‘প্লে-অফে’ খেলা চার দলের দেখা নাও মিলতে পারে। তা ঢাকায় পঞ্চম ও শেষপর্বেই দেখা মিলতে পারার সম্ভাবনাই বেশি। তবে সিলেট পর্বে সিলেট যদি একটি ম্যাচ হারে তাহলে নিশ্চিতভাবে বিদায় ঘণ্টা বেজে যাবে। তখন তাদের ১০ পয়েন্ট হওয়ার আর কোন সম্ভাবনাই থাকবে না। এরই মধ্যে চার দলের আছে ১০ পয়েন্ট। সিলেটেই কী শেষ পর্যন্ত সিলেট থান্ডারের লীগপর্ব থেকে ছিটকে পড়বে? নাকি টানা তিনটি ম্যাচ জিতে লীগ আরও জমিয়ে তুলবে সিলেট থান্ডার?দলীয় নৈপুণ্য কি হবে তা দিন যেতে থাকতেই বোঝা যাবে। তবে ব্যক্তিগত নৈপুণ্যে কিন্তু দেশী ব্যাটসম্যান-বোলাররা আকর্ষণ কুড়াচ্ছেন। রংপুরের পেসার তাসকিন আহমেদ যেমন ঢাকায় তৃতীয়পর্বের শেষ ম্যাচে ৪ উইকেট নিয়ে জৌলুস ছড়িয়েছেন। তেমনি মুস্তাফিজুর রহমান বল হাতে ছন্দে ফিরেছেন। এমনই ছন্দ দেখার মিলছে, মুস্তাফিজ যেন সেই আগের ঝলকানি দেখাতে শুরু করে দিয়েছেন। প্রতিপক্ষ ব্যাটসম্যানদের নাজেহাল করে ছাড়ছেন। বল হাতে চট্টগ্রামের মেহেদী হাসান রানা (১৪ উইকেট) শীর্ষস্থান দখল করে রেখেছেন। সেই সঙ্গে সেরা পাঁচে চারটি স্থানই দেশী বোলারদের দখলে আছে। মুস্তাফিজ যেমন দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। রংপুরের এ ‘কাটার মাস্টার’ ১২ উইকেট নিয়েছেন। সমান উইকেট নিয়ে খুলনার শহিদুল ইসলাম আছেন তৃতীয় স্থানে। চতুর্থ স্থানে রয়েছেন সৌম্য সরকার (১১ উইকেট)। সমান ১১ উইকেট নিয়ে পঞ্চম স্থানটি দখল করে নিয়েছেন রংপুরের ইংল্যান্ড পেসার লুইস গ্রেগরি। ব্যাটিংয়ে কুমিল্লার ডেভিড মালান (৩৭৭ রান) শীর্ষস্থানই দখল করে রেখেছেন। তবে এ ব্যাটসম্যান স্ত্রীর অসুস্থতার জন্য নিজ দেশ ইংল্যান্ডে চলে গেছেন। আর বিপিএলে এবার তাকে নাও দেখা যেতে পারে। আর তাই দ্বিতীয় স্থানে থাকা ঢাকার তামিম ইকবালের (২৯৩ রান) সেরার আসনে বসার সুযোগ আছে। ইমরুল কায়েস (২৮৯ রান) হয়তো তামিমকেও ছাড়িয়ে যেতে পারতেন। যদি চট্টগ্রামের হয়ে সর্বশেষ ম্যাচটিতে ব্যাটিংয়ে নামতে পারতেন। কিন্তু অসুস্থতার জন্য ব্যাট হাতে নামতে পারেননি। চতুর্থ স্থানে থাকা খুলনার দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান রাইলি রুশো (২৭৪ রান) এবার তেমন ব্যাটিং দ্যুতি ছড়াতে পারছেন না। তবে চট্টগ্রামের ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যান চাডউইক ওয়ালটন (২৭৪ রান) নিজেকে মেলে ধরেছেন। ব্যাটিংয়ে আসলে ঢাকায় তৃতীয়পর্বের শেষ ম্যাচে নাঈম শেখ দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে ৫৫ রান করে দলকে জেতান। তাতে আকর্ষণও কুড়ান। এবার চতুর্থপর্ব শেষে দেশী বোলার-ব্যাটসম্যানদের অবস্থান কি হয় সেটিই দেখার অপেক্ষা থাকবে।
×