ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

২৬ কারবারি গ্রেফতার

৫২ হাজার পিস ইয়াবা ও ৭০ কেজি গাঁজা উদ্ধার

প্রকাশিত: ১১:২৫, ২ জানুয়ারি ২০২০

৫২ হাজার পিস ইয়াবা ও ৭০ কেজি গাঁজা উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥ বছরের শুরুতেই ঢাকায় মাদকবিরোধী বড় ধরনের অভিযান চালিয়েছে পুলিশ ও র‌্যাব। গ্রেফতার করা হয়েছে বড় ধরনের ২৬ মাদককারবারিকে। উদ্ধার হয়েছে সাড়ে ৫২ হাজার পিস ইয়াবা, ৭০ কেজি গাঁজা ও প্রায় ১২শ’ বোতল ফেনসিডিল। মঙ্গলবার রাত সাড়ে বারোটার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার শাহিদুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি দল ঢাকার প্রগতি সরণিতে অভিযান চালায়। অভিযানে ট্রাকযোগে কক্সবাজারের টেকনাফ থেকে ঢাকায় আনার সময় বারিধারা এলাকা থেকে খাইরুল বাশার (৩৬) ও সাইজুদ্দিন ওরফে শরীফ (২২) নামের দুই মাদককারবারি গ্রেফতার হয়। তাদের কাছ থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার ও ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকটি জব্দ করা হয়। এদিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগের বিমান বন্দর জোনাল টিমের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মহরম আলীর নেতৃত্বে মঙ্গলবার রাতে তেজগাঁও শিল্পাঞ্চল থানার মহাখালী এলাকায় অভিযান পরিচালিত হয়। অভিযানে একটি মাইক্রোবাসে করে আনা ৭০ কেজি গাঁজা ও মাইক্রোবাসটি জব্দ করা হয়। গাঁজাগুলো সীমান্ত এলাকা থেকে আনা হচ্ছিল। গ্রেফতারকৃত বড় ধরনের মাদককারবারি মোক্তার হোসেন (২৫) ও সোহাগ মিয়া (২২) বহু বছর ধরে মাদককারবারি করে আসছিল। তারা বেশ কয়েকটি মাদক মামলার আসামি। অন্যদিকে রাজধানীতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের দায়ে ২০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ। এদের কাছ থেকে প্রায় আড়াই হাজার পিস ইয়াবা ট্যাবলেট, হেরোইন ও গাঁজা উদ্ধার হয়েছে। ধারাবাহিক অভিযানে র‌্যাব-১ এর একটি দল মঙ্গলবার রাতে ঢাকার উত্তরা পশ্চিম থানাধীন আব্দুল্লাহপুর মাছ বাজার এলাকার তাসীন সিএনজি ফিলিং স্টেশনের সামনে অভিযান চালায়। অভিযানে মোঃ ইকবাল হোসেন (৩০) ও মোঃ স্বপন ম-লকে (৩১) গ্রেফতার করে। তাদের ট্রাক থেকে প্রায় ১২শ’ বোতল ফেনসিডিল ও মাদক বিক্রির প্রায় আড়াই হাজার টাকা জব্দ হয়।
×