ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

প্রকাশিত: ১১:২৩, ২ জানুয়ারি ২০২০

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর বাড্ডায় সড়ক দুঘর্টনায় এক যুবক নিহত হয়েছেন। এদিকে কাওরানবাজারে ব্যাংক এশিয়া ভবনে থাই গ্লাস লাগানোর সময় ১০তলা থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, বুধবার ভোরেরদিকে মধ্যবাড্ডায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মোঃ নয়ন (২৩) নামে এক যুবক নিহত হয়েছে। এ সময় তার বন্ধু সোহেল (২৫) গুরুতর আহত হয়েছে। নিহতের বাবার নাম মৃত আব্দুল খালেক। গ্রামের বাড়ি বিক্রমপুর-মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলায়। তিনি পূর্ব রামপুরা মোল্লা বাড়ি এলাকায় থাকতেন। পেশায় ডিস এন্টিনার কাজ করতেন। আহত সোহেল ডিম ব্যবসায়ী। এদিকে বুধবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে নয়নের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান। নিহত নয়নের বোন রাবেয়া আক্তার জানান, মঙ্গলবার মধ্যরাতে নয়ন ও তার বন্ধু সোহেল মিলে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। পথমধ্যে মধ্যবাড্ডার সামনে ইউটার্ন করার সময় তাদের মোটরসাইকেলটি আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লাগে। এতে দু’জন ছিটকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে পুলিশ তাদের উদ্ধার করে বুধবার ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যাওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু রাজধানীর কারওয়ানবাজারে ব্যাংক এশিয়া ভবনে থাই গ্লাস লাগানোর সময় ১০তলা থেকে পড়ে সুমন (২২) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত গ্রামের চট্টগ্রাম জেলার রাউজান থানার মগদহ গ্রামে। তিনি মোহাম্মদপুর চন্দ্রিমা হাউজিংয়ে নাসিরের থাই ওয়ার্কশপে কাজ করত। সেখানেই থাকতেন। নিহতের সহকর্মী মোঃ সোহেল জানান, বুধবার সকালে কারওয়ানবাজার এলাকার এশিয়া ব্যাংক ভবনের ১০ম তলার থাই গ্লাসের কাজ করছিল সুমন। কাজ করার সময় সেখান থেকে হঠাৎ নিচে পড়ে যায়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরী বিভাগে নেয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
×