ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রতিবাদ

প্রকাশিত: ১১:২৩, ২ জানুয়ারি ২০২০

প্রতিবাদ

গত ২১ ডিসেম্বর নগর মহানগর পাতায় প্রকাশিত ‘বরিশালে চার্চের জমি রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা’ শীর্ষক একটি সংবাদ সম্মেলন কেন্দ্রিক খবরের প্রতিবাদ করেছে স্থানীয় সমাদ্দার পরিবারবর্গ ও বৈরকাঠি গ্রামবাসীর পক্ষে লিটন সমাদ্দার। প্রতিবাদলিপিতে প্রকাশিত খবরটি ভিত্তিহীন ও বানোয়াট বলে উল্লেখ করা হয়েছে। প্রতিবাদলিপিতে বলা হয়েছে, এখানে অবস্থানরত জেমস আনন্দ বিশ্বাস ও ফিলিপ বিশ্বাসের তিক্ত আচরণে প্রতিষ্ঠানটি তিক্ত ভূমিতে পরিণত হয়েছে। জে এ বিশ্বাসের অমানবিক আচরণে ১০ জন পুরোহিত বৈরকাঠি থেকে পলিয়ে গেছে। খবরের প্রকাশিত মামলার প্রসঙ্গে বলা হয়, ২০১৮ সালে জুন মাসের ২৬ ও ২৮ তারিখে বিজ্ঞ আদালত দুটি মামলাই খারিজ করে দেয়। চার্চ কর্তৃক ২৯ জুন, ২০১৮ সালে যে নোটিস লাগিয়েছিল স্থানীয় প্রশাসনই অবৈধ বলে দিবালোকে চার্চের লোক দিয়ে তা নামিয়ে ফেলেন। মি. আন্দ্রিয় বাড়ৈ প্রসঙ্গে প্রতিবাদে বলা হয়, মি আন্দ্রিয় বাড়ৈ এই চার্চের পুরোহিত নয় এবং বৈরকাঠির বাসিন্দাও নয়। তার বাসস্থান বরিশালের আলেকান্দা কালুসা সড়কে। তিনি বিবাহিত ও দুই পুত্র-কন্যার জনক। প্রতিবাদে মিথ্যাচার পরিহার করে সত্যানুসন্ধানে সকলকে আগ্রহী হওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। প্রতিবেদকের বক্তব্য যারা প্রতিবাদ জানিয়েছেন তাদের জানা উচিত ছিল একটি সাংবাদিক সম্মেলনের প্রেক্ষিতে প্রতিবেদনটি লিখা হয়েছে। পত্রিকায় প্রতিবাদ পাঠানোর আগে তাদের পাল্টা সংবাদ সম্মেলন করে প্রতিবাদ করা উচিত ছিল। এখানে জনকণ্ঠ কোন গ্রুপেরই পক্ষ নয়। পত্রিকায় খবর সংগ্রহের একটি স্বীকৃত উৎস হলো সংবাদ সম্মেলন। জনকণ্ঠ সেই সংবাদ সম্মেলনের ভিত্তিতেই খবরটি প্রকাশ করেছে। -বিজ্ঞপ্তি
×