ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

‘স্বচ্ছ জলের দেশ’

প্রকাশিত: ১১:০৪, ২ জানুয়ারি ২০২০

‘স্বচ্ছ জলের দেশ’

ভারতের মেঘালয় রাজ্যের উমাংগট ও কেশর নদীর পাড়ে রয়েছে স্বচ্ছ জলের দেশ সোনাংপেডেং গ্রাম। সেখানে বেড়াতে গেলে মনে প্রশান্তি আসবে। উমাংগট নদী ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে নিজেকে বদলে নেয়। নদীর স্বচ্ছ জল দেখে সবাই অবাক হয়ে যায়। নদীতে বেড়ানোর জন্য নৌকার ব্যবস্থা আছে। নদীর ধারেই পাওয়া যাবে নৌকা ও লাইফ জ্যাকেট। ভাড়া পাঁচ শ’ রুপী। নৌকায় চড়ে জলপ্রপাতের কাছাকাছি যাওয়া যায়। নৌকায় উঠে এক অদ্ভুত দৃশ্য দেখা যায়। দিনের বেলায় সূর্যের আলোয় সব সময় দেখা যায়, নদীর জল খুবই স্বচ্ছ। যেজন্য নৌকার ছায়া পড়ে নদীর তলদেশে। সোনাংপেডেং বেড়াতে গেলে যে কারও উমাংগট নদী ভাল লাগবে। নদীর স্বচ্ছ জল বহুদিন ধরেই পর্যটকদের আকর্ষণের কেন্দ্র। -ওয়েবসাইট
×