ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

একাকিত্বে ভুগছে গাছ

প্রকাশিত: ১১:০৪, ২ জানুয়ারি ২০২০

একাকিত্বে ভুগছে গাছ

নিউজিল্যান্ডের জঙ্গলে সম্পূর্ণ একা হয়ে আছে বিশেষ প্রজাতির একটি গাছ। দীর্ঘদিন ধরেই একাকিত্বের বোঝা বয়ে চলেছে গাছটি। এ নিয়ে চিন্তিত বিজ্ঞানীরাও। গাছটি পেনানটিয়া করিমবোসা প্রজাতির। স্থানীয় মাওরি উপজাতির ভাষায় যাকে বলা হয় ‘কাইকোমাকো’। শুধু মাওরি উপজাতির নয়, নিউজিল্যান্ডের জীব-প্রজাতির অন্যতম হেরিটেজ এই উদ্ভিদ। এই প্রজাতির একটি মাত্র গাছই এখন টিকে আছে পৃথিবীতে। তাই এই গাছটি এখন একা। এমন পরিস্থিতি বেশ কয়েক বছর আগে থেকেই শুরু হয়েছে। সেখানকার পরিবেশবিদরা বলছেন, সঙ্গী না থাকলে বংশবিস্তার হবে না। বিজ্ঞানীরা বলছেন, যে অঞ্চলে এই গাছ জন্মেছে সেটা মূলত গবাদি পশুর চারণ ভূমি। তাই গরু, ভেড়া বা ছাগল খেয়ে ফেলায় ধীরে ধীরে গাছের সংখ্যা কমতে শুরু করেছে। এছাড়া প্রকৃতির খামখেয়ালিপনা তো আছেই। তার ওপর এই গাছটি পৃথিবীর একটি বিরল প্রজাতির গাছ। গাছটি আসলে একটি ঔষধি গাছ। প্রকৃতিতে দূষণের মাত্রা বেড়ে যাওয়ায় এই গাছটির অস্তিত্ব ধীরে ধীরে মুছে যাচ্ছে। - ওয়েবসাইট
×