ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শহীদ মিনারে জুতা পায়ে ছাত্রদলের নেতাকর্মী, নামতে বলায় পুলিশের ওপর হামলা

প্রকাশিত: ১১:০৪, ২ জানুয়ারি ২০২০

শহীদ মিনারে জুতা পায়ে ছাত্রদলের নেতাকর্মী, নামতে বলায় পুলিশের ওপর হামলা

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বুধবার দুপুরে বগুড়ায় ছাত্রদলের জমায়েত থেকে পুলিশের ওপর হামলা হয়েছে। এ ঘটনায় পারভেজ (২৫) নামে এক পুলিশ কনস্টেবলের মাথা ফেটে যায়। এতে বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী এবং এএসআই আশরাফুলসহ মোট ৫ পুলিশ সদস্য আহত হন। এ সময় পুলিশের সঙ্গে ধাওয়ার ঘটনাও ঘটে। পুলিশ জানিয়েছে, ছাত্রদল নেতাকর্মীরা বগুড়া কেন্দ্রীয় শহীদ মিনারে জুতা পায়ে উঠে শহীদ মিনার অবমাননা ও বিশৃঙ্খলা সৃষ্টি করে। এতে তাদের শহীদ মিনার থেকে নেমে যেতে বলায় ছাত্রদল নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা চালায়। দুপুরে পুলিশের ওপর হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১১ জনকে আটক করা হয়। ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেলা ১১টা থেকে শহরের বিভিন্ন এলাকা থেকে মিছিল বের হয়ে বগুড়া শহীদ খোকন পার্কে বগুড়া কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় জমায়েত হতে শুরু করে। সেখান থেকে র‌্যালি করে শহরের নওয়াব বাড়ি সড়কে দলীয় কার্যালয়ে তাদের সমাবেশের কর্মসূচী ছিল। তবে জমায়েতের এক পর্যায়ে ছাত্রদলের নেতাকর্মীরা শহীদ মিনারে উঠে পড়ে। এ ছাড়া নেতাকর্মীদের কারণে সামনের সড়কে যান চলাচল বন্ধ হয়ে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তীসহ কয়েক পুলিশ শহীদ খোকন পার্কের ভেতরে গিয়ে জুতা পায়ে শহীদ মিনারে ওঠা উৎশৃঙ্খল ছাত্রদল নেতাকর্মীদের নেমে যেতে বলেন। এতে তারা ক্ষিপ্ত হয়ে পুলিশের ওপর হামলা চালায় বলে পুলিশের দাবি। এ সময় পারভেজ নামে এক পুলিশ কনস্টেবলের মাথা ফেটে যায় এবং মারপিটে আরও ৪ পুলিশ সদস্য আহত হয়। এ ঘটনায় পুলিশের সঙ্গে ছাত্রদল নেতাকর্মীদের ধাওয়া হয়। পরে ছাত্রদল সেখান থেকে সরে গিয়ে মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে অবস্থান নেয়। সেখানে দলীয় কার্যালয়ের সামনে ছাত্রদল প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ করে।
×