ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জ্যেষ্ঠ আইনজীবী বাসেত মজুমদার সহকর্মীদের পরমবন্ধু ॥ প্রধান বিচারপতি

প্রকাশিত: ১০:৫৬, ২ জানুয়ারি ২০২০

জ্যেষ্ঠ আইনজীবী বাসেত মজুমদার সহকর্মীদের পরমবন্ধু ॥ প্রধান বিচারপতি

স্টাফ রিপোর্টার ॥ প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, জ্যেষ্ঠ আইনজীবী আবদুল বাসেত মজুমদারের সঙ্গে আমার অনেক স্মৃতি। যখন তিনি আমার চেম্বারে যান তখন আমি তার সঙ্গে আগের সম্পর্কের মতো কথা বলি। উনি জুনিয়র আইনজীবীদের যেভাবে সহযোগিতা করেছেন অন্য কোন আইনজীবী কাউকে এ রকমভাবে সহযোগিতা করেছেন আমি দেখিনি। তিনি আইনজীবীদের পরমবন্ধু। বুধবার দুপুরে জ্যেষ্ঠ আইনজীবী আবদুল বাসেত মজুমদারের ৮২তম জন্মদিন উদযাপন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান বিচারপতি। অনুষ্ঠানের আয়োজন করে সরকার সমর্থক সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ও বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ। সৈয়দ মাহমুদ হোসেন বলেন, আমি প্রধান বিচারপতি বা তিনি একজন আইনজীবী এই ধরনের কোন সম্পর্ক আমাদের থাকে না। ওনার সঙ্গে আমার অনেক স্মৃতি। তিনি আমার অনেক মামলা শুনানি করে দিয়েছেন। আমিও তার অনেক মামলা করেছি। কারণ, তিনি অনেক ব্যস্ত ছিলেন, কোর্টে মামলা করার সময় ওনার ছিল না। প্রধান বিচারপতি বলেন, তিনি (আবদুল বাসেত মজুমদার) যখন অসুস্থ ছিলেন তখন আমি ওনার বাসায় গিয়েছি। খুব অসুস্থ দেখেছি। তিনি তো এখন অনেক সুস্থ। আমি যখন ওনার বাসায় গিয়েছি তখন দেখেছি তিনি উঠে দাঁড়াতে পারেন না। অনেক কষ্ট হতো। আমার মনে হয় যে ওনার স্বাস্থ্যের অনেক উন্নতি হয়েছে। তিনি সিঙ্গাপুর থেকেও আমাকে কয়েকবার টেলিফোন করেছেন। বলেছেন আমার এই অবস্থা। ওনার সঙ্গে আমার যে সম্পর্ক সেটি আজীবন থাকবে। সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট এএম আমিন উদ্দিনের সভাপতিত্বে এবং ড. বশির আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, সাবেক প্রধান বিচারপতি তাফাজ্জল হোসেন, সাবেক প্রধান বিচারপতি কেএম হাসান, সুপ্রীমকোর্টের আপীল ও হাইকোর্ট উভয় বিভাগের বিচারকরা। এছাড়া বাসেত মজুমদারকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে আসেন সাবেক স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার।
×