ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মুজিববর্ষের প্রথম দিনে চট্টগ্রামে নারী শক্তির শোভাযাত্রা

প্রকাশিত: ১০:৫৪, ২ জানুয়ারি ২০২০

মুজিববর্ষের প্রথম দিনে চট্টগ্রামে নারী শক্তির শোভাযাত্রা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ মুজিববর্ষের প্রথম দিনে চট্টগ্রামে জাতির পিতা বঙ্গবন্ধুর ছবি নিয়ে শোডাউন করল ‘স্বাধীনতা নারী শক্তি।’ নীল শাড়িতে হাজারো নারী অংশ নেন এই সমাবেশ ও শোভাযাত্রায়। বুধবার দুপুরে পতেঙ্গা নেভাল সড়কে আয়োজিত এ অনুষ্ঠান নজর কাড়ে নগরবাসীর। এতে নেতৃত্ব দেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সংসদ সদস্য এমএ লতিফ। স্বাধীনতা নারী শক্তির এ আয়োজন ছিল বর্ণাঢ্য। তারা হাতে ধারণ করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাদাকালো ছবি। জাতির পিতার জন্মশতবার্ষিকী এ বছরের প্রথম দিনে সকলের পরনে ছিল নীল শাড়ি। স্লোগান ওঠে নারী ক্ষমতায়নের মাধ্যমে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের। সংসদ সদস্য এমএ লতিফ বলেন, নারীর ক্ষমতায়নের জন্য কাজ করে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারই অনুপ্রেরণায় নারীদের জনশক্তিতে রূপান্তরের মাধ্যমে দেশের উন্নয়ন ত্বরান্বিত করতেই গড়েছি স্বাধীনতা নারী শক্তি। সংগঠনটির সদস্য সংখ্যা এখন প্রায় ৩৬ হাজার। আমি বিশ^াস করি, এদেশের নারীরা পিছিয়ে থাকবে না। তাদের স্বাবলম্বী করতে গাড়ি চালানো, কম্পিউটার কোর্স, বিদেশী ভাষা শিক্ষা এবং প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করছি। নারীরা গড়ে উঠুক উদ্যোক্তা হিসাবে। তারা স্বাবলম্বী হলে দেশ স্বনির্ভর হবে। তিনি বলেন, মুজিববর্ষ উপলক্ষে বছরব্যাপী জনকল্যাণমূলক কর্মকা- পরিচালনা করবে স্বাধীনতা নারী শক্তি। বন্দরনগরী পতেঙ্গা থেকে রেলস্টেশন পর্যন্ত বিশাল সংসদীয় এলাকার প্রতিটি ঘরের সমস্যা আমি এ সংগঠনের সদস্যদের মাধ্যমে জানতে পারি। সারাবছর ভর্তুকিমূল্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য বিক্রি থেকে শুরু করে জনহিতকর নানা কাজে তারা পরিশ্রম করে থাকেন। এ সংগঠনের মাধ্যমে তাদের এবং তাদের সন্তানদের প্রশিক্ষণ দিচ্ছি। পড়ালেখায় যারা ভাল নয় তাদের কারিগরি শিক্ষা দেব। যাদের খেলাধুলায় ভাল সম্ভাবনা রয়েছে তাদের খেলোয়াড় হিসাবে গড়ে তুলব। শোভাযাত্রায় অংশগ্রহণকারী নারীদের স্লোগান ছিল ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’ শেখ হাসিনার সরকার বার বার দরকার। নারী শক্তির মার্কা নৌকা নৌকা। বক্তব্যে নারী নেত্রীরা বলেন, চট্টগ্রাম-বন্দর পতেঙ্গা নির্বাচনী আসনের ৩৬ নারীর অভিভাবক সংসদ সদস্য এমএ লতিফ। নারীদের স্বাবলম্বী ও উদ্যোক্তা হিসাবে গড়ে তুলতে তিনি এ সংগঠন প্রতিষ্ঠা করেছেন। অনেকেই খুঁজে পাচ্ছেন আত্মকর্মসংস্থানের উপায়। সংসদ সদস্য এমএ লতিফের সভাপতিত্বে নারী সমাবেশে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি ওমর হাজ্জাজ, স্বাধীনতা নারী শক্তির পরিচালক বিবি মরিয়াম, নারীনেত্রী গুলজারা বেগম, পতেঙ্গা থানার ওসি উৎপল বড়ুয়া, ওয়ার্ড কাউন্সিলর জিয়াউল হক সুমন, মোঃ আসলাম, আওয়ামী লীগ নেতা নুরুল আলম, সমাজ সেবক আবদুল বারেক কোম্পানি, ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হোসেন মুরাদ প্রমুখ। সভা পরিচালনা করেন পতেঙ্গা ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল আলম।
×