ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আজ থেকে আবার বৃষ্টি হতে পারে, ফের শৈত্য প্রবাহের আশঙ্কা

প্রকাশিত: ১০:৫৩, ২ জানুয়ারি ২০২০

আজ থেকে আবার বৃষ্টি হতে পারে, ফের শৈত্য প্রবাহের আশঙ্কা

স্টাফ রিপোর্টার ॥ আজ থেকে আগামী কয়েক দিন দেশের বিভিন্ন অঞ্চলে আবার বৃষ্টিপাতের আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। তারা জানায়, দুই থেকে তিন দিন যশোর কুষ্টিয়া অঞ্চলসহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগে দুএক জায়গায় হাল্কা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টিপাত হলে তাপমাত্রা আবার কমে শীতের প্রকোপ বাড়তে পারে। এ ছাড়া দু’একদিনের মধ্যে আবারও শুরু হতে পারে শৈত্যপ্রবাহ। এবার শুরুতেই শীতের দাপট দেখা যাচ্ছে। তবে গত তিন দিন ধরে সারাদেশে রৌদ্রতাপের কারণে তাপমাত্রা কমে যাওয়ায় স্বাভাবিক শীতের অনুভূতি শুরু হয়েছে। বিভিন্ন এলাকায় তাপমাত্রা বেড়ে যায়। তবে আজ বৃষ্টিপাত হলে শীতের মাত্রা আবারও কমে আসতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও ঘন কুয়াশা পড়তে পারে। পঞ্চগড় ও যশোর অঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে আজ এই শৈত্যপ্রবাহ প্রশমিত হবে। এদিকে বুধবার সারাদেশে সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৯.২ ডিগ্রী সেলসিয়াস। একদিনের ব্যবধানে পঞ্চগড়ের এই উপজেলায় তাপমাত্রা বেড়ে গেছে ৪ ডিগ্রী সেলসিয়াসের বেশি। এর বাইরে গত কয়দিনে তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে উত্তরের জনজীবনের শীতে অনেকটা স্বস্তি নেমে এসেছে। আবহাওয়া অফিস জানিয়েছে, এই সপ্তাহে আবারও উত্তরের জনজীবনসহ সারাদেশেই প্রচ- শীতের প্রকোপ বেড়ে যেতে পারে। এদিকে তাপমাত্রা বেড়ে গত কয়েক দিনে ঢাকায় শীত পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। বুধবার ঢাকায় সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪.৬ ডিগ্রী সেলসিয়াস। অপর দিকে ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮.৫ ডিগ্রী সেলসিয়াস। আবহাওয়া অফিস জানিয়েছে, তাপমাত্রা বেড়ে যাওয়ায় রাজধানীতে সর্বোচ্চ এবং সর্বনি¤œ তাপমাত্রার ব্যবধান অনেক বেড়ে গেছে। এ কারণে শীতের অনুভূতিও কম। এদিকে বগুড়া থেকে স্টাফ রিপোর্টার জানায়, কুয়াশা আর শৈত্যপ্রবাহ আবার হানা দেবে কি না সে নিয়ে বগুড়ায় আলু চাষীরা দুশ্চিন্তায় রয়েছেন। এবার বগুড়ায় আলুর ফলন ভাল। গত বছরের তুলনায় হেক্টর প্রতি ফলন বেড়েছে প্রায় ৩ মেট্রিক টন। আলুর বাজার নিয়েও কৃষকরা খুশি। এখন আলু চাষীরা খেতে ব্যস্ত সময় পার করছেন আগাম বা আগুর জাতের আলুর ফলন তুলতে। দাম ভাল পেয়ে অনেকে মাঠ থেকেই ব্যাপারীদের নিকট আলু বিক্রি করে দিচ্ছেন। তবে গত সপ্তাহ্রে শৈত্যপ্রবাহ ও কুয়াশার কারণে অনেক এলাকায় লেটব্লাইট বা স্থানীয়ভাবে পচন রোগ কিছুটা দেখা দেয়ায় কৃষকদের চিন্তায় ফেলে। তবে কৃষক বিভাগ এক্ষেত্রে আলুর ক্ষেত্রে ছত্রাক নাশক ব্যবহার করতে কৃষকদের নানাভাবে সচেতনতা ও পরামর্শ দিয়ে যাচ্ছে। তারা বলছে এ নিয়ে বড় ধরনের কোন ক্ষতির আশঙ্কা নেই।
×