ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পুরনো বছরের সব ফাইল দেখেছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১০:৫২, ২ জানুয়ারি ২০২০

পুরনো বছরের সব ফাইল দেখেছেন প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিনিধি ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা শত ব্যস্ততার মাঝেও পুরনো বছরের সব ফাইলের কাজ শেষ করে নতুন উদ্যমে নতুন বছরের কাজ শুরু করেছেন। বছরের শেষ দিনে অতিরিক্ত সময় দিয়ে প্রধানমন্ত্রী ২০১৯ সালের যেসব ফাইল মতামত বা ছাড় দেয়া বাকি ছিল, তার সব তিনি শেষ করেছেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন বুধবার এ তথ্য জানিয়েছেন। আশরাফুল আলম খোকন জানান, ‘২০১৯ সালের সব কাজ উনিশ সালেই শেষ করে দিয়েছেন প্রধানমন্ত্রী। কোন ফাইল ২০২০ পর্যন্ত টেনে আনেননি। তাঁর সব ফাইল তিনি ক্লিয়ার করেছেন।’ টানা তিন বারসহ চারবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখনও পুরনো কাজ জমিয়ে রাখেন না উল্লেখ করে খোকন বলেন, ‘প্রধানমন্ত্রীর কাছে প্রচুর ফাইল থাকে। মঙ্গলবার বছরের শেষ দিনে আট বক্স ফাইল ছিল তাঁর কাছে। প্রধানমন্ত্রী মঙ্গলবারই বাকি থাকা সব ফাইল পুঙ্খানুপুঙ্খভাবে দেখে ক্লিয়ার করেছেন। নতুন বছর শুরুর আগেই পুরনো বছরের সব কাজ শেষ করেছেন জাতির জনকের কন্যা শেখ হাসিনা। প্রধানমন্ত্রীকে ভারতের প্রধানমন্ত্রীর ফোন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইংরেজী নববর্ষ-২০২০-এর শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বুধবার দুপুর ১২টা ২০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেন এবং তাঁকে খ্রিস্টীয় নববর্ষের শুভেচ্ছা জানান। দুই প্রধানমন্ত্রীর মধ্যে প্রায় ১৫ মিনিট ফোনালাপ হয়। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নরেন্দ্র মোদিকেও নববর্ষের শুভেচ্ছা জানান এবং ভারতের জনগণের কাছে তাঁর শুভেচ্ছা বার্তা পৌঁছে দেয়ার জন্য অনুরোধ জানান।
×