ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইরাকে মার্কিন দূতাবাসে বিক্ষোভকারীদের হামলা-ভাংচুর

প্রকাশিত: ১৩:৩২, ১ জানুয়ারি ২০২০

ইরাকে মার্কিন দূতাবাসে বিক্ষোভকারীদের হামলা-ভাংচুর

জনকণ্ঠ ডেস্ক ॥ ইরাকে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসে হামলা, ভাংচুর চালিয়েছে বিক্ষোভকারীরা। ইরান-সমর্থিত ইরাকী মিলিশিয়া বাহিনীর ওপর মার্কিন বাহিনীর প্রাণঘাতী বিমান হামলায় বিক্ষুব্ধরা দূতাবাসে চড়াও হয়। বিক্ষুব্ধ ইরাকী শিয়া মিলিশিয়া সমর্থকরা বাগদাদের সবচেয়ে নিরাপত্তাবেষ্টিত গ্রিন জোন এলাকায় ঢুকে পড়ে মার্কিন দূতাবাসে হামলা চালায়। দূতাবাসের দরজা ভেঙ্গে তারা ভেতরে ঢোকে, বাইরের দেয়াল ভাংচুর করে। খবর বিবিসির। যুক্তরাষ্ট্রের পতাকা পদদলিত করাসহ ‘যুক্তরাষ্ট্রের নিপাত যাক’ স্লোগান দেয় তারা। নিরাপত্তারক্ষীদের একটি টাওয়ারেও বিক্ষোভকারীরা আগুন দিয়েছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে মার্কিন সেনারা কাঁদানে গ্যাস ছুড়েছে। মার্কিন বাহিনী রবিবার ইরাক ও সিরিয়ায় ইরান সমর্থিত শিয়া গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহর ঘাঁটিতে বিমান হামলা চালায়। এতে অন্তত ২৫ যোদ্ধা নিহত হয়। মঙ্গলবার রাজধানীতে এই যোদ্ধাদের শেষকৃত্য হওয়ার পরই যুক্তরাষ্ট্রের দূতাবাসে ওই বিক্ষোভ হয়।
×