ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ছাত্রলীগ মানুষের অধিকার আদায় ও মুক্তির সংগ্রামে ভূমিকা পালন করেছে ॥ গণপূর্ত মন্ত্রী

প্রকাশিত: ১৩:১০, ১ জানুয়ারি ২০২০

ছাত্রলীগ মানুষের অধিকার আদায় ও মুক্তির সংগ্রামে ভূমিকা পালন করেছে ॥ গণপূর্ত মন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, পিরোজপুর, ৩১ ডিসেম্বর ॥ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ.ম. রেজাউল করিম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এদেশের মানুষের ভাগ্য উন্নয়নে ছাত্রলীগ নেতাকর্মীদের নিরন্তর কাজ করে যেতে হবে। ছাত্রলীগ একটি ঐতিহ্যবাহী সংগঠন, জন্মলগ্ন থেকে এদেশের মানুষের অধিকার আদায়ে ও মুক্তির সংগ্রামে সোচ্চার ভূমিকা পালন করছে। মঙ্গলবার রাতে পিরোজপুর টাউনে ক্লাব মাঠে জেলা ছাত্রলীগের আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন তিনি। ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, টেন্ডারবাজি, চাঁদাবাজি, দুর্নীতির সঙ্গে জড়িত থাকবে না, কোন নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিরুজ্জামান অনিকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাকিম হাওলাদার প্রমুখ।
×