ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১১ এপ্রিল ২০২৪, ২৭ চৈত্র ১৪৩০

নূরকে ছাড়পত্র দিয়েছে ঢামেক

প্রকাশিত: ১১:২০, ১ জানুয়ারি ২০২০

নূরকে ছাড়পত্র দিয়েছে ঢামেক

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভিপি নুরুল হক নূরকে ছাড়পত্র দিয়েছে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। তবে তিনি আশঙ্কা করছেন, গ্রেফতার করার জন্যই তাকে দ্রুততর ছাড়া দিয়েছে ঢামেক কর্তৃপক্ষ। মঙ্গলবার দুপুর ১২টা ২০ মিনিটে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ছাড়পত্র দেয়। হাসপাতাল ত্যাগ করা সময় নূর সাংবাদিকদের বলেন, ডাকসুতে আমার মেয়াদ আর তিন মাস বাকি আছে। ইতোমধ্যে আমার নামে আইসিটি আইনে মামলা দেয়া হয়েছে। যাতে আমাকে গ্রেফতার করা হয়, যাতে করে আমি জামিন না পাই, সে কারণে দ্রুততর আমাকে রিলিজ প্রদান করা হয়েছে। তিনি বলেন, ছাত্রলীগের সনজিত ও সাদ্দাম ঘটনার দিন কক্ষের লাইট বন্ধ করে আমাদের ওপর মারধরের ঘটনা ঘটায়। তারা আমার ভাই আমিনুরকে পিস্তলের বাঁট দিয়ে মেরে তিনতলা থেকে ফেলে দেয়। অন্যদেরও একইভাবে মেরেছে। সরকারের দুঃশাসন ও ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রম নিয়ে কথা বলায় আমাকে হত্যা করতে চেয়েছে। আমাকে মেরে ফেলার জন্য আমার ওপরে ৮ বার হামলা করা হয়েছে। এগুলো সরকারের ইশারাতেই করা হচ্ছে।
×