ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বর্জ্যরে মধ্যে ১৫ হাজার ইউরো

প্রকাশিত: ১১:১৮, ১ জানুয়ারি ২০২০

বর্জ্যরে মধ্যে ১৫ হাজার ইউরো

ইংল্যান্ডের বার্নহ্যাম সৈকত এলাকায় এক দম্পতি তাদের মৃত আত্মীয়ের বাড়িতে সাফাইয়ের কাজ করছিলেন। সেখানে তারা কিছু পুরনো বাক্স পান। কাজের কিছু নেই ভেবে সেগুলো রিসাইকেল সেন্টারে দিয়ে চলে আসেন। রিসাইকেল সেন্টারের কর্মী সেগুলো মেশিনে তোলার আগে খুলে দেখেন তার মধ্যে রয়েছে ১৫ হাজার ইউরো। চাইলে হয়তো তিনি সেগুলো পকেটস্থ করতে পারতেন। কিন্তু তিনি তা না করে সেগুলো গচ্ছিত রেখে স্থানীয় এ্যাভন এ্যান্ড সামারসেট থানায় খবর দেন। পুলিশ কর্মীরা সেখানে গিয়ে সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখেন। যে গাড়িতে করে বাক্সগুলির রিসাইকেল সেন্টারে পৌঁছে দেয়া হয়েছিল তার নম্বর প্লেট দেখে ওই দম্পতির সঙ্গে যোগাযোগ করে পুলিশ। তাদের জানানো হয় বিষয়টি। নাম প্রকাশে অনিচ্ছুক ওই দম্পতি জানিয়েছেন, যে বাড়ি থেকে তারা বাক্সগুলো পেয়েছিলেন, তার মালিক প্রায়ই এমন উল্টোপাল্টা জায়গায় টাকা পয়সা লুকিয়ে রাখতেন। এই পুরনো, বাতিল বাক্সগুলোতে জিনিসপত্রের নিচে লুকিয়ে রেখেছিলেন এই বড় পরিমাণের অর্থ। -ইয়াহু নিউজ
×